আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় দুই ঘণ্টা দেরিতে, ওভার কমে ৭টি।

কুয়ালালামপুরে ‘গ্রুপ-১’ থেকে উইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে ১৩ ওভারে মাত্র ৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখে কোনো উইকেট না হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের ক্ষুদে প্রতিনিধিরা।

আরো পড়ুন:

১০ বছর আগের ভক্তের সেঞ্চুরিতে হোবার্ট চ্যাম্পিয়ন

১৩ বছর পর ঘরোয়া ক্রিকেট খেলতে মাঠে নামছেন কোহলি

জুরিয়া ফেরদৌস ২৮ বলে ২৫ ও ফাহোমিদা ছোঁয়া ২৫ বলে ১৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। উইন্ডিজ মেয়েরা অতিরিক্ত রান দেয় ১৬টি। তাতে জয় আরও সহজ হয় বাংলাদেশের জন্য।

এর আগে নিশিথা আক্তার নিশিদের তোপে সুবিধা করতে পারেনি উইন্ডিজ ব্যাটাররা। ১৬ বলে সর্বোচ্চ ২৩ রান করে অমৃতা রামাথাল। ১৩ রান করেন নাইজিন্নি কামব্রিবেচ ও ১১ রান আসে আসাবি ক্যালেন্ডারের ব্যাট থেকে। আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি।

বাংলাদেশের হয়ে নিশি সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২ উইকেট নেন আনিসা আক্তার সোবা। ১ উইকেট নেন জান্নাতুল মাওয়া। 

সুপার সিক্সে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পা রেখেছে অস্ট্রেলিয়া ও ভারত।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইন ড জ উইক ট ন

এছাড়াও পড়ুন:

বকশিশের টাকা ভাগাভাগি নিয়ে হত্যা: সহকর্মীর যাবজ্জীবন 

বকশিশের ১০০ টাকা না পেয়ে কাজী মারুফ নামে এক তরুণকে হত্যার ঘটনায় তার সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

গতকাল বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন গোলাম রাব্বী (২২)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ মে সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বকশিশের ১০০ টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে গোলাম রাব্বী নামের এক তরুণ তার সহকর্মী কাজী মারুফে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেলে নেওয়া পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে রাব্বীকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন।

সম্পর্কিত নিবন্ধ