বিটিআরসি চেয়ারম্যানের সাথে ভিওন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
Published: 28th, January 2025 GMT
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সাথে মোবাইল অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন এর বোর্ড চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি ফাবেলাসহ একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন, টেলিকম খাতের চ্যালেঞ্জ ও বাংলালিংকের ব্যবসা প্রসারে ভিওনের পরিকল্পনা বিষয়ে আলোচনায় অংশ নেন।
এ সময় বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, ভিওনের গ্রুপ সিইও কান তেরজিওগুলু, ভিওন পরিচালনা বোর্ডের সদস্য স্যার ব্রান্ডন লুইস, কর্পোরেট অ্যাফেয়ার্স বিষয়ক গ্রুপ ডিরেক্টর মেরিন বাবায়ান, ডিরেক্টর অব গর্ভমেন্ট রিলেশনস হিউ বেনেট, সিনিয়র অ্যাডভাইজর ও নন-এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মেথিউ গালভানি, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ লিগ্যাল অফিসার ও কোম্পানি সচিব জহরাত আদিব চৌধুরী ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিষয়ক উপ-পরিচালক মোস্তফা কামাল মাসুদ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার
দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ
ঢাকা/হাসান/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ট আরস ব ট আরস
এছাড়াও পড়ুন:
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা।
ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা/রায়হান/ইভা