দুই ছেলেকে বিষ খাইয়ে হত্যার পর পান করেন মা
Published: 29th, January 2025 GMT
সাতক্ষীরার কালিগঞ্জে দুই ছেলেকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা। আজ বুধবার দুপুরে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কালিকাপুর গ্রামের হাসান শেখের ছেলে মাহির (৫) ও আরিয়ান (৯ মাস)। গুরুতর অসুস্থ রত্না খাতুন (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, হাসান ও তার স্ত্রী রত্নার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ দুপুরে হঠাৎ করে নিজ ঘরে দুই ছেলেকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন মা রত্না। বিষয়টি জানাজানি হলে তাদের উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহির ও আরিয়ানের মৃত ঘোষণা করেন। আর তাদের মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানান মেডিকেল অফিসার ডা.
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আতশি কাচের নিচে বাংলাদেশ ক্রিকেট দল
‘সোহান (নুরুল হাসান) দলের সেরা উইকেটকিপার। সে দলে ছিল, তার কোনো ইনজুরিও ছিল না, তারপরও সে কেন উইকেটকিপিং করল না? সিদ্ধান্তটা কার, এটা আমাদের জানা দরকার।’
গত মাসের শুরুতে শারজায় অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রসঙ্গ টেনে প্রথম আলোকে কাল কথাটা বলেছেন বিসিবির এমন একজন পরিচালক, জাতীয় দল–সংশ্লিষ্ট বিষয়ে যাঁকে এখন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
শুধু ওপরের বিষয়টিই নয়, গত এক বছরের মধ্যে বাংলাদেশ দলের খেলা আন্তর্জাতিক ম্যাচের প্রতিটি আলোচিত সিদ্ধান্ত বা ঘটনাই পর্যালোচনা করে দেখা হবে বলে জানিয়েছে বিসিবির একাধিক দায়িত্বশীল সূত্র। এসব নিয়ে কথা বলা হবে দলের সংশ্লিষ্টদের সঙ্গে।
আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টিতেই দলে থেকেও নুরুল উইকেটকিপিং করেননি কেন, সে প্রশ্নের উত্তর অবশ্য এরই মধ্যে মিলেছে। তবে জাকেরকে দিয়ে কিপিং করানোর সিদ্ধান্তটা দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বলে অভিযোগের যে তির, সেটি ছোড়া হচ্ছে ভুল লক্ষ্যের দিকে। সিদ্ধান্তটা আসলে ছিল লিটন দাস চোটে পড়ায় টি–টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া জাকেরের নিজেরই।
আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে জাকের আলীর উইকেটকিপিং নিয়ে প্রশ্ন উঠেছে