রাতে ফেরেননি, সকালে মিলল গলাকাটা লাশ
Published: 30th, January 2025 GMT
মাগুরার শ্রীপুরে মান্নান মোল্লা (৩৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মোটরসাইকেল (বাইক) রাইড শেয়ারিং করতেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার টুপিপাড়া খালপাড়ার মৎস্য ভবনের সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মান্নান মোল্লা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, ওই যুবক মাগুরা জেলা শহর থেকে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে মোটরসাইকেলে যাত্রী পৌঁছে দিতেন। বুধবার রাতেও যাত্রী নিয়ে বের হন। তবে বাড়িতে ফেরেননি তিনি। বৃহস্পতিবার ভোরে এলাকাবাসী টুপিপাড়া খালপাড়া এলাকার মৎস্য ভবনের সামনে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মান্নানের মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার ওসি মহম্মদ ইদ্রিস আলী জানান, ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও একটি হেলমেট পাওয়া গেছে। হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা