রাবিতে কোরানের পোড়ানোর ঘটনায় আটক ১
Published: 4th, February 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দোষীর নাম-পরিচয় এবং কোন থানায় আছে এ সম্পর্কে কিছু জানা যায়নি।
উপাচার্য ফেসবুক লেখেন, “পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগ ঘটনার মূল সন্দেহভাজন এখন পুলিশ কাস্টোডিতে। আলহামদুলিল্লাহ। আমরা যথাসময়ে বিস্তারিত জানাতে পারব। আমাদের তদন্ত কমিটি অসাধারণ কাজ করেছে।”
তিনি আরো লেখেন, “অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের, যাদের সহযোগিতা ছাড়া ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার ভেতর আমাদের তদন্ত কমিটি সন্দেহভাজন সনাক্ত করতে পারত না। অসংখ্য ধন্যবাদ পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে যারা তাদের দায়িত্ব পালন করেছে।"
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্টের দোষীর পরিচয় প্রকাশ না করায় চলছে নানা আলোচনা সমালোচনা। দোষী নাম পরিচয় জানতে চাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপাচার্য বলেন, “যতটুকু বলা সম্ভব তা জানিয়েছি। এ মুহূর্তে আর বলার কিছু নেই। এগুলো আমাদের হাতে নেই।”
গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে কে বা কারা পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ করেছিল। এ বিষয়ে সেদিনই নয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এই মিটিং অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে বরিশাল ও খুলনা অঞ্চলের ১৮টি শাখা ও উপশাখার প্রধান, সব নির্বাহী ও ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন ও অসিম কুমার সাহা, এসইভিপি মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান, ইভিপি ও ডিসিআরও শামীম আহমেদ, খুলনা শাখার প্রধান ও ভিপি মো. আব্দুল মতিন এবং বরিশাল শাখার প্রধান ও এভিপি মওদুদ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান খেলাপি ঋণ আদায়, ভবিষ্যত পরিকল্পনা, ইসলামিক ব্যাংকিং কার্যক্রম, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ প্রযুক্তিসম্পন্ন আধুনিক গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।