কামরুল ইসলামের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
Published: 5th, February 2025 GMT
সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা আছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা আছে। তার ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা আছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। তার বিরুদ্ধে আরো কয়েকটি হত্যা মামলা আছে। বর্তমানে কারাগারে আছেন কামরুল ইসলাম।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল