প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েও খুশি নন লিভারপুল অধিনায়ক
Published: 7th, February 2025 GMT
কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহ্যামকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৪-১ অ্যাগ্রিগেটে প্রতিপক্ষকে হারালেও দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন অধিনায়ক ফন ডাইক।
অ্যানফিল্ডে দাপুটে জয়ে লিভারপুলের হয়ে গোল করেন কোডি গ্যাকপো, মোহাম্মদ সালাহ, ডমিনিক সোবোৎলাই এবং ফন ডাইক। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে অলরেডরা। টটেনহ্যাম এতটাই চাপে ছিল যে, পুরো ম্যাচে একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি!
তবে এমন একতরফা জয়ের পরও দলের প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন ফন ডাইক। তিনি বলেন, 'আমাদের আরও ধারাবাহিক পারফরম্যান্স দরকার ছিল। বিশেষ করে প্রথমার্ধে আমরা আরও বেশি আক্রমণাত্মক হতে পারতাম এবং প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে পারতাম। আমি সেটাই সতীর্থদের বলেছি। তবে শেষ পর্যন্ত জয়টা দলের জন্য দারুণ। এখন আমাদের মনোযোগ এফএ কাপে।'
এই জয়ে লিভারপুলের মৌসুমে চারটি শিরোপা জয়ের সম্ভাবনা জিইয়ে রইলো। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি, যেখানে এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয়স্থানে থাকা আর্সেনাল পিছিয়ে আছে ৬ পয়েন্টে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটের গ্রুপ পর্বে সেরা ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।
রবিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্লাইমাউথ আর্গাইলের বিপক্ষে খেলবে লিভারপুল। এরপর ১৬ মার্চ কারাবাও কাপের ফাইনালে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে ক্লপের দল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’
নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।
আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।
আয়োজনের পোস্টার