রাজশাহীর গোদাগাড়ীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার যুবকের নাম মো. তুষার (১৮)। গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায় তার বাড়ি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোদাগাড়ীর গোপালপুর মোড় থেকে তুষারকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর রাজশাহীর একটি দল। এর আগে গত ১৮ ডিসেম্বর শিশু ধর্ষণের ওই ঘটনা ঘটে। এ নিয়ে থানায় মামলা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভ্যানচালক তুষার ওই শিশুর পাড়া-প্রতিবেশি চাচা। গত ১৮ ডিসেম্বর শিশুটি খেলাধুলা করছিল। ওই সময় তুষার তাকে জলপাই খাওয়ানোর কথা বলে তার ভ্যানগাড়িতে করে সরমংলা জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটি চিৎকার করলে সে তার মুখে গামছা চেপে ধরে। ধর্ষণের পর শিশুটিকে ললিপপ খাওয়ার জন্য ১০ টাকা দেয়। পরে শিশুটিকে তার বাড়ির সামনে এনে নামিয়ে দেয় তুষার। শিশুটি তার বাবাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তার কাছে ঘটনার কথা খুলে বলে।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই ভ্যানচালক তুষার ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/কেয়া/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা। 

সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ

ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের

সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।

বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ