সাকিব আল হাসান থাকছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে, সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা আসায় ঝুলে যায় সম্ভাবনা। তবুও দ্বিতীয় পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করেছিল নির্বাচক প্যানেল। কিন্তু চেন্নাইয়ে এই টেস্টেও নেগেটিভ আসায় ক্লোজ হয়ে যায় সাকিবের চ্যাপ্টার। 

তবুও সাকিব বলে কথা। দুয়ারে কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। এমন টুর্নামেন্টের আগে সাকিব প্রসঙ্গ ঘুরে ফিরে আসবেই। সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) বাংলাদেশ দলের অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান কোচ ফিল সিমন্স।

বোলিংয়ে নিষেধাজ্ঞা কাটলে সাকিবকে কি ফেরানো হবে? এমন প্রশ্নে সময় নষ্ট করতে চাননি এই উইন্ডিজ কোচ। উত্তরে বলেন, ‘‘এই প্রশ্নের উত্তর দিতে পারব না।’’

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফির দলের সঙ্গী হচ্ছেন হাসান মাহমুদ

বিরুদ্ধ সময় কাটিয়ে সেঞ্চুরিতে রোহিতের আনন্দাশ্রু

দলে কে আসবে না আসবে এটি নির্বাচকদের বিষয়। কিছু একটা বলে বিতর্কের সঙ্গে দলে যারা আছেন তাদেরও অসম্মান করতে চাননি সিমন্স। তাইতো রাখডাক না রেখেই এড়িয়ে গেছেন।

এদিকে গতবছর ভারত সফরে কানপুর টেস্টের আগে সাকিব জানিয়েছিলন চ্যাম্পিয়নস ট্রফি হবে ওয়ানডেতে তার শেষ। কিন্তু বাদ সাধলো বোলিংয়ে নিষেধাজ্ঞা। শুধু ব্যাটার সাকিবে আস্থা রাখেননি নির্বাচকরা।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন

‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।

‘ডর’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ