গুগল সার্চে যুক্ত হচ্ছে ‘এআই মোড’, যে সুবিধা পাওয়া যাবে
Published: 10th, February 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরনও বদলে যাচ্ছে। বর্তমানে চ্যাটজিপিটির এআইভিত্তিক সার্চ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সাধারণ কি–ওয়ার্ডের পরিবর্তে কথোপকথনের মাধ্যমে অনলাইন থেকে বিভিন্ন তথ্য জানতে পারেন। শুধু তা–ই নয়, অনুসন্ধান ফলাফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংক দেখা যায়। গুগলও এবার একই পথে হাঁটছে। প্রচলিত সার্চ ব্যবস্থার বিকল্প হিসেবে ‘এআই মোড’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে বর্তমানের তুলনায় আরও সহজে অনলাইন থেকে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা।
বর্তমানে গুগল সার্চে ‘এআই ওভারভিউ’ সুবিধা রয়েছে। সুবিধাটি সার্চ ফলাফলের ওপরের অংশে এআইয়ের মাধ্যমে তৈরি সংক্ষিপ্ত উত্তর দেখায়। তবে নতুন এআই মোড হবে সম্পূর্ণ ভিন্ন। এটি আলাদা একটি ট্যাবে থাকবে; অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে এটি চালু করতে পারবেন। গুগল জানিয়েছে, এই মোড ব্যবহারকারীদের অনুসন্ধান আরও বুদ্ধিমত্তার সঙ্গে বিশ্লেষণ করবে এবং তথ্যকে আরও সহজবোধ্য ও সংগঠিতভাবে উপস্থাপন করবে। এতে প্রশ্নের উত্তরের পাশাপাশি তথ্যসূত্রের লিংকও দেখা যাবে।
আরও পড়ুনগুগল সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা কমছে, কারণ কী২০ জানুয়ারি ২০২৫গুগল এখনো আনুষ্ঠানিকভাবে এআই মোড চালুর তারিখ ঘোষণা করেনি। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে এআই মোড সুবিধার কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে গুগল। শিগগিরই সুবিধাটি উন্মুক্ত করা হতে পারে।
আরও পড়ুনগুগলের সার্চ ফলাফলে দেখানো ছবির বিষয়ে অভিযোগ করবেন যেভাবে১০ আগস্ট ২০২৪গুগলের কর্মীদের কাছ পাঠানো এক ই–মেইলে এআই মোড সুবিধার ডেস্কটপ সংস্করণের কিছু স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এটি দেখতে প্রচলিত গুগল সার্চের মতোই। তবে ওপরের অংশে এআই মোড নামে একটি আলাদা ট্যাব যুক্ত করা হয়েছে।
সূত্র: বিজিআর
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এআই ম ড
এছাড়াও পড়ুন:
বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম
উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।
এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ঢাকা/রায়হান/রফিক