আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ গ্রেপ্তার ১৬
Published: 10th, February 2025 GMT
বগুড়ায় মাটিডালির ড্রিম প্যালেস নামের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ ৯ নারীসহ ১৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাটিডালী এলাকায় অবস্থিত হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক নারীদের বাড়ি বাগেরহাট, খুলনা, নওগাঁ, চাঁদপুর, গাজীপুর, নেত্রকোনা, শরীয়তপুর, দিনাজপুর ও গাইবান্ধা এলাকায়। অপরদিকে আটক পুরুষদের বাড়ি বগুড়ায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আটক নারীদের বগুড়া সদর থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগ রয়েছে ওই আবাসিক হোটেলে এর আগেও আরও তিনবার অভিযান চালিয়ে একাধিক নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। হোটেলের মালিক সোহেল রানা ও ম্যানেজার মাহবুর রহমানের বিরুদ্ধে মামলাও হয়েছে। তারা আদালত থেকে জামিন নিয়ে এই অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আটক
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ