Risingbd:
2025-05-01@05:13:54 GMT

বুমরাহর ভাগ্য নির্ধারণ আজ

Published: 11th, February 2025 GMT

বুমরাহর ভাগ্য নির্ধারণ আজ

চ্যাম্পিয়নস ট্রফিতে কি দেখা যাবে জসপ্রিত বুমরাহকে? ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য এই প্রশ্নটা মিলিয়ন ডলারের। ফিটনেসের অনিশ্চয়তা থাকায় তার চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ এখন পর্যন্ত অনিশ্চিত। তবে আজই তার ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। আইসিসির কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ আজ। ফলে সময়ের সেরা বোলারকে নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে। 

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সম্প্রতি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে বুমরাহর পিঠের স্ক্যান করা হয়েছে। বিসিসিআইয়ের মেডিকেল স্টাফরা এখন সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচক এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের সাথে সমন্বয় করবে।

গত ১৮ জুন ভারত সাম্ভাব্য ১৫ জনের তালিকা ঘোষণা করেছিল। যেখানে বুমরাহকে রেখেই নাম জমা দিয়েছিল ভারত। কিন্তু তার ফিটনেস নিয়ে ছিল অনিশ্চয়তা। চলমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে শেষ ম্যাচটি তার খেলার কথা। কিন্তু ফিটনেসে উন্নতি না হওয়ায় তার খেলার সম্ভাবনা নেই। ফলে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরুর অপেক্ষায় থাকা চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরাহকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশায় ভারত। 

গত জানুয়ারিতে সিডনি টেস্টে শেষ খেলেছেন বুহরাহ। পিঠের চোটের কারণে তাকে পাঁচ সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। যেটা শেষ হওয়ার কথা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে।

বুমরাহ পুরোপুরি ফিট হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারলে তার জায়গায় হারসিত রানাকে নিতে পারে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলেছেন ডানহাতি পেসার। 

তবে বুমরাহর জন্য অপেক্ষা করবে ভারত। ১১ ফেব্রুয়ারির পর স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ আছে। সেক্ষেত্রে ইনজুরি কিংবা অন্য কোনো কারণে স্কোয়াডের ক্রিকেটারকে বাদ পড়তে হবে। সেক্ষেত্রে আইসিসিরি অনুমোদনের প্রয়োজন হবে। 

ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে। ২০ ফেব্রুয়ারি দুই দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ভারত পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে যথাক্রমে ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ