Risingbd:
2025-11-03@03:20:58 GMT

বুমরাহর ভাগ্য নির্ধারণ আজ

Published: 11th, February 2025 GMT

বুমরাহর ভাগ্য নির্ধারণ আজ

চ্যাম্পিয়নস ট্রফিতে কি দেখা যাবে জসপ্রিত বুমরাহকে? ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য এই প্রশ্নটা মিলিয়ন ডলারের। ফিটনেসের অনিশ্চয়তা থাকায় তার চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ এখন পর্যন্ত অনিশ্চিত। তবে আজই তার ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। আইসিসির কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ আজ। ফলে সময়ের সেরা বোলারকে নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে। 

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সম্প্রতি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে বুমরাহর পিঠের স্ক্যান করা হয়েছে। বিসিসিআইয়ের মেডিকেল স্টাফরা এখন সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচক এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের সাথে সমন্বয় করবে।

গত ১৮ জুন ভারত সাম্ভাব্য ১৫ জনের তালিকা ঘোষণা করেছিল। যেখানে বুমরাহকে রেখেই নাম জমা দিয়েছিল ভারত। কিন্তু তার ফিটনেস নিয়ে ছিল অনিশ্চয়তা। চলমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে শেষ ম্যাচটি তার খেলার কথা। কিন্তু ফিটনেসে উন্নতি না হওয়ায় তার খেলার সম্ভাবনা নেই। ফলে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরুর অপেক্ষায় থাকা চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরাহকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশায় ভারত। 

গত জানুয়ারিতে সিডনি টেস্টে শেষ খেলেছেন বুহরাহ। পিঠের চোটের কারণে তাকে পাঁচ সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। যেটা শেষ হওয়ার কথা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে।

বুমরাহ পুরোপুরি ফিট হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারলে তার জায়গায় হারসিত রানাকে নিতে পারে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলেছেন ডানহাতি পেসার। 

তবে বুমরাহর জন্য অপেক্ষা করবে ভারত। ১১ ফেব্রুয়ারির পর স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ আছে। সেক্ষেত্রে ইনজুরি কিংবা অন্য কোনো কারণে স্কোয়াডের ক্রিকেটারকে বাদ পড়তে হবে। সেক্ষেত্রে আইসিসিরি অনুমোদনের প্রয়োজন হবে। 

ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে। ২০ ফেব্রুয়ারি দুই দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ভারত পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে যথাক্রমে ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ