রাতের শেষ প্রহরে রাসুলুল্লাহ (সা.) কী আমল করতেন
Published: 13th, February 2025 GMT
আগের পর্বে আমরা রাতের শেষ প্রহরে রাসুলুল্লাহ (সা.) যেসব কাজ করতেন, তার কিছু কিছু আলোচনা করেছি। আরও কিছু আলোচনা এই পর্বে করব।
৬. আবু হুরায়রা (রা.)–র বিবরণে আছে যে রাসুল (সা.) বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনের অংশে তিনটি গেরো দেয়। প্রতি গেরোতে সে এই বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। এর পর সে যদি জেগে উঠে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গেরো খুলে যায়, এরপর অজু করলে আরেকটি গেরো খুলে যায়। তারপর নামাজ আদায় করলে আরও একটি গেরো খুলে যায়। তখন তার ভোর হয়, উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে। নইলে সে সকালে জাগে কলুষ কালিমা ও আলস্য নিয়ে। (বুখারি, হাদিস: ১,১৪২; মুসলিম, হাদিস: ৭৬৩)
৭.
রাসুল (সা.) অজুর মধ্যখানে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো: আল্লাহুমমাগফিরলি জানবি ওয়া ওয়াসসিয়লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি।
এর অর্থ: হে আল্লাহ! আমার গোনাহগুলো ক্ষমা করুন, আমার ঘর প্রশস্ত করে দিন, আমার রিজিক প্রশস্ত করে দিন। (নাসায়ি, হাদিস: ৯,৯০৮)
রাসুল (সা.) অজুর শেষেও একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো: আশহাদু আল্লাইলাহা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদন আবদুহু ওয়া রাসুলুহু। আল্লাহুমাজ আলনি মিনাত তাওওয়াবিনা ওয়াজাআলনি মিনাল মুতাতাহহিরিন।
এর অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি, এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তাঁর কোনো শরিক নেই। আমি সাক্ষ্য প্রদান করছি, মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল। হে আল্লাহ! আমাকে তওবাকারী ও পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত করুন।
আরও পড়ুনসুরা ইয়াসিনে আছে জীবন ও মৃত্যুর কথা১০ আগস্ট ২০২৩রাসুল (সা.) বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি উত্তম ও সম্পূর্ণরূপে অজু করে এই দোয়াটি পড়বে—আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু; তার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। (মুসলিম, হাদিস: ২৩৪)
৮. শেষ রাতে গোসলের প্রয়োজন হলে রাসুলুল্লাহ (সা.) তা করতেন। কখনও কখনও ফজরের নামাজের আগেও গোসল সেরে নিতেন। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, (একবার) নামাজের ইকামাত দেওয়া হয়ে গেছে, লোকেরা তাদের কাতার সোজা করে নিয়েছে—আল্লাহর রাসুল (সা.) বেরিয়ে এলেন এবং সামনে এগিয়ে গেলেন। তখন তাঁর ওপর গোসল ফরজ ছিল। তিনি বললেন, তোমরা নিজ নিজ জায়গায় অপেক্ষা করো। অতঃপর তিনি ফিরে গেলেন এবং গোসল করলেন। এরপর আবার ফিরে এলেন—তখন তাঁর মাথা থেকে পানি টপ টপ (ফোঁটায় ফোঁটায়) করে ঝরছিল। এরপর সবাইকে নিয়ে নামাজ আদায় করলেন। (বুখারি, হাদিস: ৬৪০; মুসলিম, হাদিস: ৬০৫; ইবনে মাজাহ, হাদিস: ৫৪১)
৯. ইবাদতের পরিবেশ তৈরি করতে রাসুল (সা.) কিছুক্ষণ দোয়া ও জিকির করতেন। আয়েশা (রা.) বলেন, জেগে ওঠার পর রাসুলুল্লাহ (সা.) দশবার করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আসতাগফিরুল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন এবং দশবার বলতেন, হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমাকে হেদায়াত দান করুন এবং আমাকে উত্তম রিজিক দান করুন। (মুসনাদে আহমদ, হাদিস: ২৫,১০২; ইবনে মাজাহ, হাদিস: ১৩৬৩)
১০. রাসুলুল্লাহ (সা.) নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আয়েশা (রা.) বর্ণনা করেছেন, হে আবদুল্লাহ! কিয়ামুল লাইল (তাহাজ্জুদের নামাজ) কখনো ছেড়ো না। কারণ রাসুলুল্লাহ (সা.) তা কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে আদায় করতেন। (আবু দাউদ, হাদিস: ১৩০৯)
১১. আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাতে আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে নামাজ আদায় করলাম। তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন—আমি একটি মন্দ কাজের ইচ্ছা করেছিলাম। (আবু ওয়াইল রহ. বলেন) আমরা জিজ্ঞেস করলাম, আপনি কী ইচ্ছে করেছিলেন? তিনি বললেন, ইচ্ছে করেছিলাম—বসে পড়ি এবং আল্লাহর রাসুলের ইক্তিদা ছেড়ে দেই। (বুখারি, হাদিস: ১১৩৫)
আরও পড়ুনসালাম এল যেভাবে১০ আগস্ট ২০২৩উরওয়াহ (রহ.) বর্ণনা করেছেন, আয়েশা (রা.) আমাকে জানিয়েছেন, আল্লাহর রাসুল (সা.) (তাহাজ্জুদে) স্বাভাবিকভাবে এগারো রাকাত নামাজ আদায় করতেন। সে নামাজে তিনি এক একটি সিজদা এত পরিমাণ দীর্ঘ করতেন—তোমাদের কেউ সিজদাহ থেকে তাঁর মাথা তোলার আগে পঞ্চাশ আয়াত তিলাওয়াত করতে পারত। (বুখারি, হাদিস: ১১২৩)
হুজাইফা (রা.) বর্ণনা করেছেন, (দীর্ঘ হাদিসে রাতের নামাজের বর্ণনা দিতে গিয়ে তিনি রুকু ও সিজদা সম্পর্কে বলেন) অতঃপর তিনি রুকু করলেন। রুকুতে তিনি বলতে থাকলেন, সুবহা-না রব্বিয়াল আজিম (আমার মহান প্রভু পবিত্র, আমি তার পবিত্রতা বর্ণনা করছি)। তার রুকু কিয়ামের (দাঁড়ানো অবস্থার) মতোই দীর্ঘ ছিল। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ (আল্লাহ শুনে থাকেন যে তার প্রশংসা করে) বললেন। এরপর যতক্ষণ সময় রুকু করেছিলেন প্রায় ততক্ষণ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন। এরপর সিজদা করলেন। সিজদাতে তিনি বললেন, সুবহা-না রব্বিয়াল আলা (মহান সুউচ্চ সত্তা আমার প্রভু পবিত্র, আমি তার পবিত্রতা বর্ণনা করছি)। তার এ সিজদাও প্রায় কিয়ামের (দাঁড়ানো অবস্থার) সময়ের মতো দীর্ঘায়িত হলো। (মুসলিম, হাদিস: ৭৭২; মুসনাদে আহমদ, হাদিস: ২৩,৩৬৭)
আরও পড়ুনঅকালমৃত ও গর্ভপাত হয়ে যাওয়া শিশুরা হবে নাজাতের উপায়০৮ আগস্ট ২০২৩উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন কর ছ ল আল ল হ করল ন আগস ট বলল ন করত ন
এছাড়াও পড়ুন:
রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
আগের দিন রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১১ রানের ইনিংস খেলেই ভারতের সাবেক অধিনায়ককে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে কেড়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম ৫০ ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন বাবরের সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি পাওয়া বাবরের ইনিংসে ভর করেই লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিটা ৪ উইকেট জিতেছে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা পাকিস্তান জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েই সিরিজ জিতল পাকিস্তান।
টসে হেরে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করে ১৩৯ রান। রানটা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।
রান তাড়ায় ইনিংসের ১১তম বলে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাবর ব্যাটিংয়ে নামেন এরপরই। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে যোগ করেন আরও ৭৬ রান। ২৬ বলে ৩৩ রান করে পাকিস্তান অধিনায়ক সালমান যখন ফেরেন ২৭ বলে ২০ রান দরকার পাকিস্তানের।
৫ রান যোগ হওয়ার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বাবর ৪৭ বলে ৯ চারে ৬৮ রান করা বাবর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১৫ রানের প্রয়োজন মেটাতে গিয়ে আরও ২ উইকেট হারিয়ে জয়ের অপেক্ষা একটু লম্বা করেছে পাকিস্তান।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। এ ছাড়া অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও অলরাউন্ডার করবিন বশ ২৩ বলে করেন ৩০ রান। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার ফয়সালাবাদে।
সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৯/৯ (হেনড্রিকস ৩৪, বশ ৩০*, ফেরেইরা ২৯, ব্রেভিস ২১; আফ্রিদি ৩/২৬, তারিক ২/২৬, ফাহিম ২/২৮)।পাকিস্তান: ১৯ ওভারে ১৪০/৬ (বাবর ৬৮, সালমান ৩৩, ফারহান ১৯; বশ ২/২৪, উইলিয়ামস ২/২৬)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।