শ্যামনগরে যৌথ অভিযানে তাঁতীলীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার
Published: 14th, February 2025 GMT
সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলা তাঁতীলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক (৪৬) ও মাসুদ হোসেন (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাদঘাটা ও চুনাবিজ্র এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে তাঁতীলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
উপজেলার গাবুরায় গত ২৯ নভেম্বর সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের সড়ক থেকে মাসুদ হোসেনকে আটক করা হয়। পরে তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয় এবং শুক্রবার সকালে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
মাসুদ হোসেন শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের বাসিন্দা আলহাজ মুজিবর রহমানের ছেলে। জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিছিল চলাকালে তিনি যুবলীগ ও ছাত্রলীগের হামলায় মারাত্মক আহত হয়েছিলেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আতশি কাচের নিচে বাংলাদেশ ক্রিকেট দল
‘সোহান (নুরুল হাসান) দলের সেরা উইকেটকিপার। সে দলে ছিল, তার কোনো ইনজুরিও ছিল না, তারপরও সে কেন উইকেটকিপিং করল না? সিদ্ধান্তটা কার, এটা আমাদের জানা দরকার।’
গত মাসের শুরুতে শারজায় অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রসঙ্গ টেনে প্রথম আলোকে কাল কথাটা বলেছেন বিসিবির এমন একজন পরিচালক, জাতীয় দল–সংশ্লিষ্ট বিষয়ে যাঁকে এখন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
শুধু ওপরের বিষয়টিই নয়, গত এক বছরের মধ্যে বাংলাদেশ দলের খেলা আন্তর্জাতিক ম্যাচের প্রতিটি আলোচিত সিদ্ধান্ত বা ঘটনাই পর্যালোচনা করে দেখা হবে বলে জানিয়েছে বিসিবির একাধিক দায়িত্বশীল সূত্র। এসব নিয়ে কথা বলা হবে দলের সংশ্লিষ্টদের সঙ্গে।
আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টিতেই দলে থেকেও নুরুল উইকেটকিপিং করেননি কেন, সে প্রশ্নের উত্তর অবশ্য এরই মধ্যে মিলেছে। তবে জাকেরকে দিয়ে কিপিং করানোর সিদ্ধান্তটা দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বলে অভিযোগের যে তির, সেটি ছোড়া হচ্ছে ভুল লক্ষ্যের দিকে। সিদ্ধান্তটা আসলে ছিল লিটন দাস চোটে পড়ায় টি–টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া জাকেরের নিজেরই।
আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে জাকের আলীর উইকেটকিপিং নিয়ে প্রশ্ন উঠেছে