টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ও এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে একসময় দারুণ বন্ধুত্ব ছিল গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের; কিন্তু কয়েক বছর ধরেই তাঁদের মধ্যে আর বন্ধুত্বের সম্পর্ক নেই। এ বিষয়ে প্রযুক্তিবিশ্বে কানাঘুষা থাকলেও এবার ল্যারি পেজের সঙ্গে বন্ধুত্ব নষ্টের কারণ নিজেই জানিয়েছেন ইলন মাস্ক। নিজের মালিকানাধীন এক্সে প্রকাশিত এক ভিডিওতে ল্যারি পেজের সঙ্গে তার পুরোনো বন্ধুত্বের কথা মনে করিয়ে দিয়ে ইলন মাস্ক জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও সুরক্ষাপদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে ল্যারি পেজের সঙ্গে এখন আর বন্ধুত্বের সম্পর্ক নেই।

ল্যারি পেজ ছিলেন ইলন মাস্কের ভালো বন্ধুদের একজন। ইলন মাস্ক ওপেনএআই শুরুর সময় গুগলের শীর্ষস্থানীয় এআই বিজ্ঞানী ইলিয়া সুটস্কেভারকে নিয়োগ করেন। এই নিয়োগের কারণেই ইলন ও ল্যারির মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়। তখন ল্যারি ইলনকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছিলেন।

আরও পড়ুনইলন মাস্ক সম্পর্কে চমকপ্রদ ২১ তথ্য, যা হয়তো আপনার অজানা২২ নভেম্বর ২০২২

জানা গেছে, ল্যারি পেজের সিলিকন ভ্যালির বাসায় একসময় থাকতেন ইলন মাস্ক। তাঁদের বন্ধুত্বের সম্পর্ক এতটাই গভীর ছিল যে ২০১৬ সালে মার্কিন সাময়িকী ফরচুন ইলন মাস্ক ও ল্যারি পেজকে প্রযুক্তি জগতের সেরা বন্ধু হিসেবে উল্লেখ করেছিল। তবে এআইয়ের সম্ভাব্য ব্যবহার ও বিপদ সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামতের কারণে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন২৬ বছর আগের ইলন মাস্কের যে ‘প্রলাপ’ এখন বাস্তব ১৫ ডিসেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ইলন ম স ক র বন ধ ত ব বন ধ ত ব র

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • বাঁশির সুরে বিরহের কষ্ট ভুলতে চান রিকশাচালক শফিকুল
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া