ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউব শর্টস। আর তাই এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ভিডিও তৈরির সুযোগ দিতে ইউটিউব শর্টসে গুগলের ‘ভিও২’ এআই ভিডিও মডেল যুক্ত করেছে ইউটিউব। বর্তমানে নির্দিষ্ট দেশের ব্যবহারকারীরা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি কাজে লাগিয়ে দ্রুত ও সহজে ইউটিউব শর্টসের জন্য ভিডিও তৈরির সুযোগ পাচ্ছেন।  

গুগল জানিয়েছে, গুগলের তৈরি ‘ভিও ২’ ভিডিও মডেলটি এখন থেকে ইউটিউবের ড্রিম স্ক্রিন সুবিধার সঙ্গে যুক্ত থাকবে। ফলে ব্যবহারকারীরা ভার্চ্যুয়াল ব্যাকগ্রাউন্ড ছাড়াও এআই দিয়ে সম্পূর্ণ ভিডিও ক্লিপ তৈরি করে তা সরাসরি শর্টস কনটেন্টে যুক্ত করতে পারবেন।

আরও পড়ুনইউটিউবের প্রথম ভিডিও কোনটি, কে আপলোড করেছিলেন২৮ জানুয়ারি ২০২৩

গুগলের তথ্যমতে, এআই দিয়ে ভিডিও ক্লিপ তৈরির জন্য শর্টস ক্যামেরা চালু করে মিডিয়া পিকার অপশনে যেতে হবে। এরপর ওপরের দিকে থাকা ক্রিয়েট বাটন নির্বাচন করে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী বার্তা লিখে ভিডিও তৈরির নির্দেশনা দিতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য দেশেও সুবিধাটি চালু হবে।

আরও পড়ুনকম গ্রাহক এমন চ্যানেলের ভিডিও জনপ্রিয় করার উদ্যোগ নিচ্ছে ইউটিউব০১ জুলাই ২০২৪

এআই দিয়ে তৈরি ভিডিওর কারণে দর্শকেরা যেন বিভ্রান্ত না হন, সে জন্য প্রতিটি ভিডিওতে দৃশ্যমান লেবেল ও গুগলের সিন্থআইডি নামের অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করে দেবে ইউটিউব। ফলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন, কোন কোন ভিডিও এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সূত্র: দা ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক ত কর ব যবহ র এআই দ য়

এছাড়াও পড়ুন:

প্রবীন সাংবাদিক আব্দুল্লার শয্যাপাশে বন্দর পেশাদার সাংবাদিক ফোরাম

বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার সিনিয়র  স্টাফ রিপোর্টার অসুস্থ্য প্রবীন সাংবাদিক এসএম আব্দুল্লাহ খোঁজ খবর নিলেন বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কলাবাগস্থ তার নিজ বাড়িতে এসে তারা এ খোঁজখবর নেন । ওই সময় সাংবাদিক এসএম আব্দুল্লাহর পাশে কিছুক্ষণ সময় কাটান ও তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক জি.এম. সুমন একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক  আমির হোসেন,বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার বন্দর প্রতিনিধি মেহেদী হাসান রিপন,দৈনিক সংবাদ চর্চা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফসহ বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,সাংবাদিক এসএম আব্দুল্লাহ গত শনিবার সকাল এগারোটার দিকে প্রচন্ড ভাইরাস জ্বড়ে অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে বাড়িতে টানা ৬ দিন যাবৎ তিনি অসুস্থ্য হয়ে শয্যাশায়ী রয়েছেন।

মেডিসিন বিশেষজ্ঞ ডা.ফারুক আহেমেদের নিবির পর্যবেক্ষণে আছেন তিনি। তবে বর্তমানে কিছুটা উন্নতি হলেও শংকা কাটেনি বলে জানা গেছে। 
 

সম্পর্কিত নিবন্ধ