নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল ট্রাফিক ক্যাম্পের ইন্সপেক্টর (টিআই) আবু নাইম কর্তৃক সাইনবোর্ড স্ট্যান্ডে রাসূলুল্লাহ (সঃ) জামে মসজিদ ভেঙ্গে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই মসজিদের মুসল্লী ও এলাকাবাসীরা। 

শুক্রবার জুম্মার নামাজ শেষে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মসজিদে রাসুল (সা:) জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা হাসান মুরাদ, এসময় বক্তব্য রাখেন,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডেমরা থানা শাখায় যুগ্ন আহবায়ক  কেফায়েত উল্লাহ, মুখ্য সংগঠক জুয়েল হোসেন (ইয়াসিন), মুসলিম নগর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সভাপতি আশরাফুল আলম, ঢাকা ফ্রেন্ড ক্লাবের সভাপতি, সজল মোল্লা, নবজাগরণ ছাত্র সংঘ সভাপতি মোহাম্মদ মুহিবুল্লাহসহ কয়েকশত ধর্মপ্রাণ মানুষ। 

এসময় বক্তারা বলেন, সাইনবোর্ড স্ট্যান্ডে এলাকাবাসী ও যাত্রীদের নামাজ আদায়ের জন্য মসজিদে রাসুলুল্লাহ (সঃ) এলাকাবাসীর সহযোগিতার নির্মাণ করা হয়েছে। মসজিদটি ভেঙে মসজিদ পরিচালনা কমিটিকে হুমকি দিচ্ছে শিমরাইল ট্রাফিক ক্যাম্পের ইন্সপেক্টর আবু নাইম। 

এসময় এলাকাবাসী ও মুসল্লীরা টিআই আবু নাইমের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি আল্লাহর ঘর মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করলে এর ফল ভালো হবে না বলেও জানান বক্তারা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: মসজ দ ন র য়ণগঞ জ এল ক ব স মসজ দ

এছাড়াও পড়ুন:

দুর্গাপূজায় অরাজকতা রোধে পদক্ষেপ নিতে আহ্বান মহিলা পরিষদের

প্রতিবছর বাঙালি হিন্দুদের সর্বজনীন দুর্গোৎসবকে কেন্দ্র করে নানা সাম্প্রদায়িক ঘটনা ঘটে। আসন্ন দুর্গাপূজায় যেন কোনো ধরনের অরাজকতা না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। ‘বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি’ শিরোনামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের উদ্যোগে ঢাকার পাশাপাশি দেশের সব জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে মানববন্ধনে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সহসভাপতি মাখদুমা নার্গিস, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, আন্দোলন উপপরিষদ সম্পাদক রাবেয়া খাতুন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও আন্দোলন উপপরিষদ সদস্য বহ্নিশিখা দাশ পুরকায়স্থ বক্তব্য দেন। মহিলা পরিষদের প্রোগ্রাম অফিসার নুরুননাহার তানিয়া মানববন্ধন সঞ্চালনা করেন।

সভাপতির বক্তব্যে ফওজিয়া মোসলেম বলেন, ‘আমাদের সংবিধানে নারী-পুরুষনির্বিশেষে সবার জন্য সমতা, ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে মর্যাদাকে সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। এ দেশে নানা জাতি, ধর্ম, বর্ণ ও সংস্কৃতির লোকের বসবাস। সবার নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের পাশাপাশি মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজকে নিরাপদ পরিবেশ গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা আরও কার্যকর হওয়া আবশ্যক। রাষ্ট্রকাঠামো এমন হওয়া উচিত, যাতে সবাই মিলে নিজ নিজ উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ

  • প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় চান না সাত কলেজের শিক্ষকেরা
  • ১৩ ঘণ্টা পর রংপুরের রেল যোগাযোগ সচল
  • দুর্গাপূজায় অরাজকতা রোধে পদক্ষেপ নিতে আহ্বান মহিলা পরিষদের
  • বন কর্মকর্তার ১৭ বিয়ে: আদালতে মামলা, তদন্তে পিবিআই
  • সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে ৫টি পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন
  • ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন
  • ওয়াগ্গাছড়া চা বাগানে হাতির তাণ্ডব
  • হেরোইন বিক্রির অভিযোগে ধামরাইয়ে গ্রেপ্তার ৩
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২