চার বছর পর ভৈরব পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Published: 15th, February 2025 GMT
সম্মেলনের মাধ্যমে কিশোরগঞ্জের ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় ২০২১ সালের শুরুর দিকে। এর প্রায় চার বছর পর গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার ভৈরব পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকাটি ফেসবুকে প্রকাশিত হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। এতে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সই ছিল। আগেই এ কমিটির সভাপতি হিসেবে ভৈরব পৌরসভার সাবেক মেয়র শাহিন ও সাধারণ সম্পাদক হিসেবে ভৈরব সরকারি হাজী আসমত কলেজের সাবেক ভিপি মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল।
নতুন তালিকায় ১১ জনকে সহসভাপতি করা হয়েছে। তাঁরা হলেন নজরুল ইসলাম সরকার, জিল্লুর রহমান, আকতারুজ্জামান, আনিস উল্লাহ, জসিম উদ্দিন, কবির আহমেদ বকশী, আসলাম মোল্লা, জোসেফ খান, সোলায়মান সরকার, বদরুজ্জামান বাচ্চু ও মনজিল মিয়া। এ ছাড়া চার যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মাসুদুর রহমান লিটন মোল্লা, মাহবুবুর রহমান, মাজহারুল ইসলাম ও সেলিম রেজা। এতে দুজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তাঁরা হলেন জাকারিয়া ফারুক ও জাহেদুল হক।
দলীয় সূত্র জানায়, রাজনৈতিক প্রতিকূল পরিবেশ আর প্রতিপক্ষ দলের মামলা-হামলার কারণে এত দিন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা যায়নি। সামনে জাতীয় নির্বাচন। সবকিছু মাথায় রেখে পৌর কমিটির কাছ থেকে ভালো নেতৃত্বের আশায় গতকাল বৃহস্পতিবার সম্মেলন ছাড়া পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের মাধ্যমে সবার নজরে আনা হয়।
কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানান, দলের জন্য ত্যাগ আছে অথচ বঞ্চিত ছিলেন, তাঁদের অগ্রাধিকার দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প র ণ ঙ গ কম ট ব এনপ র স র রহম ন ল ইসল ম কম ট র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন