জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না আন্দালিভ পার্থ
Published: 15th, February 2025 GMT
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আজ শনিবার বেলা তিনটার কিছু পরে ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ঐকমত্য কমিশনের এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আন্দালিভ রহমান বলেন, ‘আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না। কারণ, স্থানীয় নির্বাচন দিলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারি হওয়ার আশঙ্কা আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।’
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গ্রাউন্ড রিয়েলিটি (মাঠের পরিস্থিতি) আলাদা। আওয়ামী লীগের গ্রাউন্ড রিয়েলিটি অনেকে মানে না, মেনে নেবে না। তিনি বলেন, কোনো সংস্কারই যাতে জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। অনেক রাজনৈতিক দল আবার বলেছে, স্থানীয় নির্বাচন আগে হলে ভালো হবে। এভাবেই আলাপ চলছে।
বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে আন্দালিভ রহমান বলেন, ‘ছয় মাস পরে আমাদের অর্জন কী, সেসব নিয়ে আলোচনা হয়েছে। ছয়টা কমিশন কাজ করেছে, আমরা পাশে ছিলাম। আবার সবাইকে রি-ইউনাইট করাটা, এত বড় আত্মদান, সেটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনোভাবেই সেই আত্মদানকে যাতে আমরা আন্ডারমাইন্ড না করি। আগামীতে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে সিরিজ মিটিং হবে।’
আন্দালিভ রহমান আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রথমে কথা বলেছেন। ছয় মাসে দেশে যা হয়েছে, কীভাবে আমরাসহ সারা দেশের মানুষ পাশে ছিল। কীভাবে আন্তর্জাতিক সমাজ ও শেষে জাতিসংঘ দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট সরকারের যে পাঁয়তারা ছিল, মিথ্যার ফুলঝুরি ছিল.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আলী রীয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিইএ পরিচালকের বৈঠক
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সাথে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্সের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক কর্মসূচির পরিচালক লীনা রিখিলা তামাংয়ের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইন্টারন্যাশনাল আইডিইএ এর প্রোগ্রাম ম্যানেজার গ্রেইস প্রিয়েটো উপস্থিত ছিলেন।
কমিশনের পক্ষে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “সংস্কার সংক্রান্ত ৫টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট মতামত জানতে ইতোমধ্যে সুপারিশমালা স্প্রেডশিট আকারে তাদের কাছে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা মতামত পেয়েছি এবং তার ভিত্তিতে ২০টি দলের সাথে প্রাথমিকভাবে আলোচনা করেছে কমিশন। আগামী দিনগুলোতেও এ আলোচনা অব্যাহত থাকবে।”
আরো পড়ুন:
জ্বালানি উপদেষ্টার পিএসকে বদলি
পুলিশ সপ্তাহ শুরু মঙ্গলবার, নির্বাচনী নির্দেশনা পাবে আইনশৃঙ্খলা বাহিনী
তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যে এমন একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন, যা ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা তৈরি করবে।”
বৈঠকে ইন্টারন্যাশনাল আইডিইএর পরিচালক লীনা রিখিলা তামাং কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেন।
ঢাকা/এএএম/এসবি