সংস্কার নিয়ে ঐক্যের প্রয়াস শুরু
Published: 15th, February 2025 GMT
ছয় সংস্কার কমিশনের সুপারিশগুলোর ব্যাপারে ঐকমত্য তৈরির প্রয়াস শুরু করল অন্তর্বর্তী সরকার। এ উদ্যোগকে সরকারের দ্বিতীয় অধ্যায়ের শুরু বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অন্যদিকে সরকারের এই প্রয়াসকে একটি সূচনা পর্ব হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। তাদের আশা, খুব দ্রুতই সংস্কারের ব্যাপারে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গতকাল শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কার্যক্রম নিয়ে প্রথম বৈঠক করে। এতে ছয় সংস্কার কমিশনের প্রধানেরাও উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক কমিটি, ইসলামী আন্দোলন, এলডিপি, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি (কাজী জাফর), খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদসহ ২৭টি দল ও জোটের প্রায় ১০০ রাজনীতিক অংশ নেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।
রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বেলা তিনটার পর থেকে প্রায় চার ঘণ্টা এই বৈঠক চলে। বৈঠকের পর তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রথম আলোর কথা হয়। তাঁদের মনে হয়েছে, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সরকার কিছুদিন নানাভাবে চর্চা করবে। শেষ পর্যন্ত সব বিষয়ে হয়তো ঐকমত্য হবে না। তখন সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।
বৈঠক শেষে বিভিন্ন দলের নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঐকমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করার কথা বলেছেন। এরপর একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটাই আজকের বৈঠকের মূল কথা।
ফখরুল বলেন, ‘আমরা আশা করি, খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐকমত্য তৈরি হবে এবং সেটার ওপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একেবারে পজিটিভ কনস্ট্রাকটিভ কোনো আলোচনা আজকে হয়নি, সুযোগও ছিল না।’
বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।
বৈঠকে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতে ইসলামী, অলি আহমেদের নেতৃত্বে এলডিপি, সৈয়দ মোসাদ্দেক বিল্লাহর নেতৃত্বে ইসলামী আন্দোলন, মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (কাজী জাফর), মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য, এসএম আলতাফ হোসেন ও সুব্রত চৌধুরীর নেতৃত্বে গণফোরাম, জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, সাইফুল হকের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আবদুল বাছিদ আজাদ ও আহমেদ আবদুল কাদেরের নেতৃত্বে খেলাফতে মজলিস, আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বিজেপি, নুরুল আম্বিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাসদ, মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টি, নুরুল হকের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে জাগপা, ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে এনপিপিসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন।
এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। অন্যরা হলেন আখতার হোসেন, সারজিস আলম ও সামান্তা শারমিন।
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুরো সংস্কারের বিষয়ে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে সাত সদস্যের ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করে সরকার। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে এই কমিশনের সহসভাপতি করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছয় কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গেও কথা বলবে ঐকমত্য কমিশন।
সংস্কারের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার, যাতে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি।আলী রীয়াজ, সহসভাপতি, জাতীয় ঐকমত্য কমিশনবিভিন্ন দলের নেতারা যা বলেননাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আলোচনায় প্রধান উপদেষ্টা যেটা বললেন, উনারা ওয়েব সাইট করবেন, সেখানে প্রস্তাবগুলো দেবেন। রাজনৈতিক দলগুলো সেখানে গিয়ে ‘হ্যাঁ’ অথবা ‘না’ চিহ্ন দেবে। কোনো দল হয়তো ৯৮টিতে টিক চিহ্ন দিল, আর কোনো দল দুটিতে টিক চিহ্ন দিল। এটা নিয়ে মানুষের মধ্যে নানা আলোচনা হবে, সরকার কিছুই বলবে না। কিন্তু শেষ পর্যন্ত হয়তো নিজেদের যে এজেন্ডা, সেটিই সরকার করবে।’
বৈঠক থেকে বের হয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো.
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রথম আলোকে বলেন, মতপার্থক্য আছে বলেই ঐকমত্য তৈরি করতে হবে। ঐকমত্যের ব্যাপারে সবাই সর্বাত্মকভাবে আগ্রহ প্রকাশ করেছে, এটাই বৈঠকের বড় অর্জন। এখন সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐক্য তৈরি হবে, সেটাই জাতীয় সনদ আকারে সামনে আসবে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও জনগণের ঐক্যের জায়গা দিন দিন বিনষ্ট হচ্ছে। নতুন সংবিধানের মাধ্যমেই বাংলাদেশের মানুষের মুক্তি মিলতে পারে। তিনি বলেন, ‘আমরা বলেছি, টেস্ট ম্যাচের মাধ্যমে যেতে হবে, যেখানে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশের ৫৩ বছরের অসমাপ্ত কাজগুলো রয়েছে, সেগুলো সংস্কার কমিশনের মাধ্যমে সমাপ্ত করতে পারব।’
সরকারের ঐক্য প্রচেষ্টা নিয়ে বৈঠকে প্রশ্ন তোলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি বলেন, ‘আপনাদের কোনো আলোচনায়, ছবিতে কোথাও দেশের রাজনৈতিক দলগুলোর কোনো অবদান ঠাঁই পায় না। তাহলে কীভাবে জাতীয় ঐকমত্যের জন্য সব দলের সহযোগিতা চান?’ কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো সবারই প্রস্তাব, সেগুলোর আলাদা তালিকা করতে সরকারকে পরামর্শ দিয়ে তিনি বলেন, যেসব ভিন্ন প্রস্তাব, সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে হবে। তাহলে সময় বাঁচবে এবং দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হওয়া যাবে।
বৈঠকে আমন্ত্রিত কোনো কোনো রাজনৈতিক দলের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসর হয়ে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়েছে, এমন লোকদেরও বৈঠকে দেখা যাচ্ছে। ভবিষ্যতে তাদের যেন আমন্ত্রণ না জানানো হয়, সে ব্যাপারে তিনি সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করেন।
আশা করি, খুব দ্রুত সংস্কারের যে ন্যূনতম ঐকমত্য তৈরি হবে, সেটার ওপর ভিত্তি করে অতি দ্রুত নির্বাচন হবে। মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপিপ্রক্রিয়াটি দীর্ঘ করতে চাই না: আলী রীয়াজবৈঠক শেষে কমিশনের লক্ষ্য ও বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেওয়া বক্তব্য সুস্পষ্টভাবে প্রমাণ করে, আমাদের আর কোনো বিকল্প নেই, আমরা প্রত্যেকেই রাজনৈতিক দল হিসেবে, নাগরিক হিসেবে, সমাজের বিভিন্ন অংশের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে, এই সংস্কার প্রক্রিয়াকে সুস্পষ্টভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তার লক্ষ্যেই আজকের এই সূচনা। আমরা আশা করছি, জাতীয় ঐকমত্যের কাজ এখন শুরু হবে।’
আলী রীয়াজ বলেন, ‘আমরা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলব, জোটগতভাবে কথা বলব এবং সম্ভাব্য লক্ষ্য হচ্ছে একপর্যায়ে হয়তো আবারও সবাইকে একত্রিত করব। এই প্রক্রিয়াটি দীর্ঘ করতে চাই না। আমরা আশা করছি, কিছুদিনের মধ্যে এটা করতে পারব।’
সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলাদা বৈঠক কবে শুরু হবে এবং সংলাপ কত দিন চলবে। জবাবে আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ দেওয়া হয়েছে ছয় মাস। সে ক্ষেত্রে কমিশনের লক্ষ্য হচ্ছে, যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছানো। ছয়টি কমিশনের সারাংশ ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। কিন্তু পর্যালোচনা করার জন্য তাদের সময় দিতে হবে। আমরা চাই অত্যন্ত দ্রুততার সঙ্গে, কেননা সংস্কারের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার, যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি।’
আলী রীয়াজ জানান, এ বৈঠকের লক্ষ্য ছিল জাতীয় ঐকমত্য কমিশনের প্রক্রিয়াটি কী হবে, সে বিষয়ে আলাপ-আলোচনা করা। এক অর্থে এটিকে আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনা করা যায়। প্রতিটি রাজনৈতিক দলের বক্তব্যে যে বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে উঠেছে, তারা জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের এই সংস্কার প্রক্রিয়াকে সহযোগিতা করবে, সাহায্য করবে, অংশগ্রহণ করবে।
বৈঠক সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঐকমত য ত র ঐকমত য র দল র ন ত ন য নতম সরক র র র রহম ন বল ছ ন র র জন ব এনপ প রথম আবদ ল আহম দ ইসল ম এলড প
এছাড়াও পড়ুন:
কিছু রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে: জাপা মহাসচিব
কিছু রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তবে কারা, সেটা স্পষ্ট করেননি তিনি।
আজ শনিবার বিকেলে রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাপা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম হায়দার পাটোয়ারী এ মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দল ইতিমধ্যে ঐকমত্য কমিশনে গিয়ে বা স্বাক্ষর করে একধরনের ফাঁদে পড়ে গেছে। কিছু রাজনৈতিক দল বলছে, ঐকমত্য কমিশন প্রতারণা করেছে। এখানে প্রতারক ও প্রতারণা শব্দটি উচ্চারিত হচ্ছে। কিন্তু আমরা তো এ রকম সংস্কার চাইনি।’
জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য তৈরিতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, কমিশন ৫৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলকে বাদ দিয়েছে। যে দলগুলো সেখানে গেছে, তাদের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে মতবিরোধ আছে। এক ভাগকে ঐক্য প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে, আরেক ভাগ ঐক্য প্রক্রিয়ায় সম্পূর্ণ অংশগ্রহণ করেছে। অন্য আরেক ভাগ ঐক্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করে পরে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছে।
বর্তমান প্রশাসনিক কাঠামো বিএনপি, জামায়াত ও এনসিপির বলে দাবি করেছেন শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল। কারণ, নির্বাচিত সরকার সেখানে দাঁড়িয়ে থেকে ভোট করেছে ও নির্বাচনকে প্রভাবিত করেছে। এই মুহূর্তে দেশে যে প্রশাসনিক কাঠামো আছে, তার ব্যাপারে তথ্য উপদেষ্টা নিজেই বলেছেন, তাঁরা বিএনপি ও জামায়াতে ইসলামীর কথামতো প্রশাসন সাজিয়েছে, তার সঙ্গে এনসিপি আছে। এই তিন দলের বাইরে অন্য কোনো দল যদি ভোটে আসে, এই প্রশাসনিক কাঠামো সেই দলকে সুষ্ঠু ভোট হতে দেবে না।
গণভোটের দাবি নজিরবিহীন উল্লেখ করে শামামী হায়দার পাটোয়ারী বলেন, সংবিধানে এই মুহূর্তে গণভোট কোনো প্রভিশনে নেই। বর্তমানে গণভোটের যে দাবি উঠেছে, সংসদে পাস হওয়ার আগে এই দাবি বাস্তবায়ন হলে ঐকমত্য কমিশনকে সংসদের মর্যাদা দেওয়া হবে। ঐকমত্য কমিশন সার্বভৌম নয়, নির্বাচিত নয় ও সংসদ নয়। সংসদকে এড়িয়ে গিয়ে কোনো আইন পাস করা হলে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে।
এ সময় জাপার কো–চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, রংপুর জেলার আহ্বায়ক আজমল হোসেন, সদস্যসচিব হাজী আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামানসহ জাপা ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।