স্মার্টফোন, পিসি বা ল্যাপটপ– তিন মাধ্যমেই জনপ্রিয় ব্রাউজার হলো ক্রোম। কিছুদিন আগে গুগল ক্রোম গ্রাহকের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)।
সতর্কবার্তায় গ্রাহকের উদ্দেশে বলা হয়, যদি কেউ গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে থাকে, তাহলে বিশেষ সতর্কতা মেনে চলতে হবে। বিশেষ করে যারা উইন্ডোজ বা ম্যাকওএস সংস্করণে জনপ্রিয় ক্রোম ব্রাউজার ব্যবহার করে, তাদের জন্য সতর্কবার্তা প্রযোজ্য হবে।
সিস্টেম সূত্রে জানা গেছে, গুগল ক্রোম ব্যবহৃত কোনো কোনো ডিভাইসে সমস্যা দৃশ্যমান হয়েছে। সিইআরটি গবেষণা ও শনাক্ত দল তাদের নিজস্ব বার্তায় এমন তথ্য দিয়েছে। জানানো হয়, গুগল ক্রোম ব্রাউজারে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি নজরে পড়েছে। ফলে হ্যাকার চক্র বিশেষ ফায়দা নিতে যে কারও ক্ষতি করতে পারে।
দূরে বসে নিয়ন্ত্রণ!
সারাবিশ্বে ক্রোম ব্রাউজারে দৃশ্যমান সবকটি সমস্যা ব্রাউজারের কয়েকটি স্পর্শকাতর নিরাপত্তাবলয় ভেঙে দিয়েছে। ফলে গ্রাহক পাসওয়ার্ডের মতো স্পর্শকাতর তথ্য বেহাত হওয়ার ঝুঁকিতে পড়বে। গবেষণা সংস্থা সূত্রে জানা গেছে, সিস্টেমের দুর্বলতার কারণে হাজারো মাইল দূর থেকেই ডিভাইসের ফিজিক্যাল অ্যাকসেস প্রয়োজন ছাড়াই হ্যাকার চক্র ক্ষতিগ্রস্ত ব্রাউজার গ্রাহককে বিশেষ সমস্যার মুখোমুখি করবে।
উদাহরণে উল্লেখ করে বলা হয়, বিশেষভাবে ডিজাইন করা ওয়েবপেজে রিডাইরেক্ট করে অনেকের ডিভাইসে ভাইরাস প্রবেশ করিয়ে ডিভাইসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে হ্যাকার। ফলে হাতছাড়া হতে পারে সংবেদনশীল সব তথ্য। ব্যক্তিগত ডেটা চুরি বা পরিচয় চুরি করে অ্যাকাউন্টে নজিরবিহীন ক্ষতি সাধন করতে পারে।
ইতোমধ্যে উল্লিখিত বিপদ থেকে বাঁচতে গুগল ক্রোম ব্রাউজারের জন্য তাৎক্ষণিক বিশেষ আপডেট প্রকাশ করেছে। যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকে, তাহলে দ্রুত নতুন আসা আপডেট ডাউনলোড ও ইনস্টল করে নেওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। লিনাক্স (১৩৩.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন