Samakal:
2025-05-01@09:53:56 GMT

ঝুঁকি যখন ক্রোম ব্রাউজারে...

Published: 16th, February 2025 GMT

ঝুঁকি যখন ক্রোম ব্রাউজারে...

স্মার্টফোন, পিসি বা ল্যাপটপ– তিন মাধ্যমেই জনপ্রিয় ব্রাউজার হলো ক্রোম। কিছুদিন আগে গুগল ক্রোম গ্রাহকের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)।
সতর্কবার্তায় গ্রাহকের উদ্দেশে বলা হয়, যদি কেউ গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে থাকে, তাহলে বিশেষ সতর্কতা মেনে চলতে হবে। বিশেষ করে যারা উইন্ডোজ বা ম্যাকওএস সংস্করণে জনপ্রিয় ক্রোম ব্রাউজার ব্যবহার করে, তাদের জন্য সতর্কবার্তা প্রযোজ্য হবে।
সিস্টেম সূত্রে জানা গেছে, গুগল ক্রোম ব্যবহৃত কোনো কোনো ডিভাইসে সমস্যা দৃশ্যমান হয়েছে। সিইআরটি গবেষণা ও শনাক্ত দল তাদের নিজস্ব বার্তায় এমন তথ্য দিয়েছে। জানানো হয়, গুগল ক্রোম ব্রাউজারে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি নজরে পড়েছে। ফলে হ্যাকার চক্র বিশেষ ফায়দা নিতে যে কারও ক্ষতি করতে পারে।
দূরে বসে নিয়ন্ত্রণ!

সারাবিশ্বে ক্রোম ব্রাউজারে দৃশ্যমান সবকটি সমস্যা ব্রাউজারের কয়েকটি স্পর্শকাতর নিরাপত্তাবলয় ভেঙে দিয়েছে। ফলে গ্রাহক পাসওয়ার্ডের মতো স্পর্শকাতর তথ্য বেহাত হওয়ার ঝুঁকিতে পড়বে। গবেষণা সংস্থা সূত্রে জানা গেছে, সিস্টেমের দুর্বলতার কারণে হাজারো মাইল দূর থেকেই ডিভাইসের ফিজিক্যাল অ্যাকসেস প্রয়োজন ছাড়াই হ্যাকার চক্র ক্ষতিগ্রস্ত ব্রাউজার গ্রাহককে বিশেষ সমস্যার মুখোমুখি করবে।
উদাহরণে উল্লেখ করে বলা হয়, বিশেষভাবে ডিজাইন করা ওয়েবপেজে রিডাইরেক্ট করে অনেকের ডিভাইসে ভাইরাস প্রবেশ করিয়ে ডিভাইসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে হ্যাকার। ফলে হাতছাড়া হতে পারে সংবেদনশীল সব তথ্য। ব্যক্তিগত ডেটা চুরি বা পরিচয় চুরি করে অ্যাকাউন্টে নজিরবিহীন ক্ষতি সাধন করতে পারে।
ইতোমধ্যে উল্লিখিত বিপদ থেকে বাঁচতে গুগল ক্রোম ব্রাউজারের জন্য তাৎক্ষণিক বিশেষ আপডেট প্রকাশ করেছে। যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকে, তাহলে দ্রুত নতুন আসা আপডেট ডাউনলোড ও ইনস্টল করে নেওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। লিনাক্স (১৩৩.

০.৬৯৪৩.৫৩) সংস্করণের চেয়ে পুরোনো ক্রোম সংস্করণ ও উইন্ডোজ বা ম্যাক সিস্টেম (১৩৩.০.৬৯৪৩.৫৩/৫৪) সংস্করণে ত্রুটি শনাক্ত করেছেন গবেষকরা। দুটি সংস্করণ ছাড়া অন্য সব সংস্করণ নিরাপদ আছে। তবে সবার ক্ষেত্রেই ক্রোম ব্রাউজারের আপডেট করে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।

উৎস: Samakal

কীওয়ার্ড: স স করণ ব যবহ

এছাড়াও পড়ুন:

ভারতে পাঠ্যবই থেকে বাদ মোগল-সুলতানি শাসন, যুক্ত মগধ মৌর্য শুঙ্গ

ভারতে সপ্তম শ্রেণির নতুন সমাজবিজ্ঞান বই থেকে বাদ দেওয়া হয়েছে দিল্লির মোগল এবং সুলতানি শাসনামলের কথা। এর বদলে নতুন সংযোজন করা হয়েছে ভারতীয় শাসকদের কথা।

নতুন শিক্ষানীতি অনুসরণ করে চলতি বছরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমাজবিজ্ঞানের নতুন বই প্রকাশ করেছে ভারতের ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং–এনসিইআরটি। পুরোনো বইয়ে মোগল আমল এবং সুলতানি সাম্রাজ্য নিয়ে আলাদা দুটি পরিচ্ছদ ছিল। নতুন বইয়ে ওই পরিচ্ছদ দুটি আর নেই। এ দুটির পরিবর্তে প্রাচীন ভারতীয় সাম্রাজ্যের ওপর লেখা একটি নতুন পরিচ্ছদ। মোগল আমল ও সুলতানি সাম্রাজ্যর ওই পরিচ্ছদে মুহাম্মদ বিন তুঘলক, ইখতিয়ার উদ্দিন বিন মুহাম্মদ বখতিয়ার খিলজি, মামলুক ও ইব্রাহিম লোদির কথাও পড়ানো হতো। এগুলো বাদ দেওয়া হয়েছে। ভারতীয় শাসকদের মধ্য মগধ, মৌর্য ও শুঙ্গ সাম্রাজ্যসহ কয়েকজন শাসকের কথা নতুন বইয়ে তুলে ধরা হয়েছে। ২০২৫ সালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে হওয়া কুম্ভমেলার প্রসঙ্গও আছে নতুন বইয়ে। এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে ‘মেক ইন ইন্ডিয়া’, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এবং অটল টানেলের কথা। নতুন বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও দেশটির সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামও অন্তর্ভুক্ত হয়েছেন।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন পাঠ্যপুস্তক সংস্কারের কাজে হাত দিয়েছে এনসিইআরটি। নতুন বইগুলোতে ভারতীয় সভ্যতা-সংস্কৃতির ওপর জোর দেওয়া হয়েছে। এনসিইআরটির পাঠ্যপুস্তক দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বোর্ডের অধীন স্কুলগুলোতে পড়ানো হয়। এনসিইআরটির নির্দেশিকা মেনে গত কয়েক বছরে পরিবর্তন ঘটেছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম। কোনো শ্রেণিতে মোগল যুগ বাদ পড়েছে। কোথাও ডারউইনের বিবর্তনবাদ ও কোথাও নারী আন্দোলনের ইতিহাসও বাদ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: ইকোনমিক টাইমস ও আনন্দবাজার

আরও পড়ুনঅস্ট্রেলিয়ায় বিদেশি ছাত্রদের ভিসা ফি আরও বাড়ছে২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতে পাঠ্যবই থেকে বাদ মোগল-সুলতানি শাসন, যুক্ত মগধ মৌর্য শুঙ্গ