আগামীকাল শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। হাইব্রিড মডেলে হতে যাওয়া এই টুর্নামেন্টে পাকিস্তান ও দুবাইয়ে বসবে তারার মেলা। বাবর আজম, শাহিন আফ্রিদি, স্টিভ স্মিথ, কেইন উইলিয়ামসন, বিরাট কোহলি, রোহিত শর্মা...এত এত তারকার ভিড়ে চোখ রাখতে হবে এমন পাঁচজন খেলোয়াড়ের দিকে, যাঁরা আলোচনায় না থাকলেও যেকোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। বার্তা সংস্থা এএফপির বাছাই করা সেই পাঁচ খেলোয়াড় কারা—বরুণ চক্রবর্তী, ভারত
তারকায় ঠাসা ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে তিনি যে সুযোগ পাবেন, তা কজন ভাবতে পেরেছিলেন! তবে ভারতের নির্বাচকেরা শেষ মুহূর্তে বরুণ চক্রবর্তীকে দলে রেখেছেন। অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতের নির্বাচক কমিটি হয়তো তাঁকে দলে রাখার ক্ষেত্রে মাথায় রেখেছে দুবাইয়ের মন্থর পিচের বিষয়টি। রিস্ট স্পিনার বরুণের ওয়ানডে অভিষেক এ মাসেই, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁকে মূলত জায়গা করে দিয়েছে টি-টোয়েন্টির পারফরম্যান্স। ভারতের লেগ স্পিনার ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজের আগে দলের ৪-১ ব্যবধানে জেতা টি-টোয়েন্টি সিরিজে ১৪ উইকেট নিয়েছেন।
আইপিএলের সর্বশেষ আসরটা দারুণ কেটেছে বরুণের। কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে তিনি অবদান রেখেছেন ২১ উইকেট নিয়ে। সব মিলিয়ে ভারতের অপ্রতিরোধ্য স্পিন আক্রমণের অংশ হয়েছেন বরুণ। কোচ গৌতম গম্ভীর তো মনে করছেন চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি হতে পারেন ভারত দলের ‘এক্স ফ্যাক্টর’। যদিও ইংল্যান্ডের বিপক্ষে খেলা ক্যারিয়ারের একমাত্র ওয়ানডেতে ৩৩ বছর বয়সী বরুণ ৫৪ রান দিয়ে মাত্র একটি উইকেটই পেয়েছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সীমান্তে পলিথিন ব্যাগে পাওয়া গেল ৩০ হাজার ডলার
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল সেখানে অভিযান চালায়।
গতকাল রাতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ১৩/৩-এস সীমান্ত পিলারের কাছে তেঁতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচার হতে পারে। এরপর অধিনায়কের নির্দেশে একটি দল কৌশলে সেখানে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একজনকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে ৩০ হাজার ডলার পাওয়া যায়।
লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, উদ্ধার করা ডলার কোর্টের আদেশ গ্রহণ ও আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হবে।