আগামীকাল শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। হাইব্রিড মডেলে হতে যাওয়া এই টুর্নামেন্টে পাকিস্তান ও দুবাইয়ে বসবে তারার মেলা। বাবর আজম, শাহিন আফ্রিদি, স্টিভ স্মিথ, কেইন উইলিয়ামসন, বিরাট কোহলি, রোহিত শর্মা...এত এত তারকার ভিড়ে চোখ রাখতে হবে এমন পাঁচজন খেলোয়াড়ের দিকে, যাঁরা আলোচনায় না থাকলেও যেকোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। বার্তা সংস্থা এএফপির বাছাই করা সেই পাঁচ খেলোয়াড় কারা—বরুণ চক্রবর্তী, ভারত
তারকায় ঠাসা ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে তিনি যে সুযোগ পাবেন, তা কজন ভাবতে পেরেছিলেন! তবে ভারতের নির্বাচকেরা শেষ মুহূর্তে বরুণ চক্রবর্তীকে দলে রেখেছেন। অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতের নির্বাচক কমিটি হয়তো তাঁকে দলে রাখার ক্ষেত্রে মাথায় রেখেছে দুবাইয়ের মন্থর পিচের বিষয়টি। রিস্ট স্পিনার বরুণের ওয়ানডে অভিষেক এ মাসেই, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁকে মূলত জায়গা করে দিয়েছে টি-টোয়েন্টির পারফরম্যান্স। ভারতের লেগ স্পিনার ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজের আগে দলের ৪-১ ব্যবধানে জেতা টি-টোয়েন্টি সিরিজে ১৪ উইকেট নিয়েছেন।
আইপিএলের সর্বশেষ আসরটা দারুণ কেটেছে বরুণের। কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে তিনি অবদান রেখেছেন ২১ উইকেট নিয়ে। সব মিলিয়ে ভারতের অপ্রতিরোধ্য স্পিন আক্রমণের অংশ হয়েছেন বরুণ। কোচ গৌতম গম্ভীর তো মনে করছেন চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি হতে পারেন ভারত দলের ‘এক্স ফ্যাক্টর’। যদিও ইংল্যান্ডের বিপক্ষে খেলা ক্যারিয়ারের একমাত্র ওয়ানডেতে ৩৩ বছর বয়সী বরুণ ৫৪ রান দিয়ে মাত্র একটি উইকেটই পেয়েছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১
খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।