কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যু
Published: 18th, February 2025 GMT
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অটোরিকশার চাপায় নোহা আক্তার (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নোহা আক্তার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর এলাকার প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। স্কুলের প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নোহা দক্ষিণ গোবিন্দপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মেয়ে। ঘটনার সময় স্কুলে যাওয়ার পথে একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অটোচালক দিদার মিয়া অটোরিকশা ও তার মোবাইল ফোন ফেলে পালিয়ে যান।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ছাড়া, অটোরিকশা জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে হুম্মাম কাদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরবর্তীতে গুম করা হয় তার পুত্র হুম্মাম কাদের চৌধুরীকে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। গত ১৫ বছর এই আসনে সাংসদ ছিলেন আওয়ামী লীগের ড. হাসান মাহমুদ।
ঢাকা/রেজাউল/এস