দিনাজপুরের খানসামায় পোল্ট্রি মুরগির খামারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে খামারে থাকা প্রায় তিন হাজার মুরগিসহ স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে। এসময় মুরগিসহ সকল স্থাপনা পুড়ে যায়।

বেলাল ইসলাম, রশিদ ইসলাম ও হাচান নামের তিন ব্যক্তি এই খামারের মালিক।

খামারের মালিকরা জানান, আজ সকালে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা ১৫ দিন বয়সী তিন হাজার মুরগি ও সকল স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়। 

পরবর্তী খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খামার মালিকরা দাবি করেন, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

খানসামা ফায়ার সার্ভিস ইনচার্জ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে।

ঢাকা/মোসলেম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ