বেশি আশা নেই, এটাই ভালো বাংলাদেশের জন্য
Published: 20th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফিকে বলা হতো চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন। নতুন দর্শকের অনেকেই হয়তো জানেন না—এ টুর্নামেন্টের শুরুটা কিন্তু বাংলাদেশে। তখন অবশ্য নাম ছিল ইন্টারন্যাশনাল কাপ, পরে আইসিসি নকআউট হয়ে এই টুর্নামেন্টের নামই হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। ঢাকায় খেলা হলেও প্রথম আসরে বাংলাদেশ খেলেনি, কিন্তু আমরা সবাই মাঠে গিয়েছিলাম। পরে টুর্নামেন্টটা অনিয়মিত হয়ে যায়। প্রয়োজন আছে কি না, থাকলেও কতটুকু—এমন প্রশ্ন এখনো মাঝেমধ্যেই ওঠে।
আরও পড়ুনঢাকা থেকে ওভাল: চ্যাম্পিয়নস ট্রফির আটকাহন২০ ঘণ্টা আগেতবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেকোনো দলের জন্যই চ্যাম্পিয়নস ট্রফিটা খুব গুরুত্বপূর্ণ। দলগুলোও টুর্নামেন্টটিকে খুব গুরুত্বের সঙ্গেই নেয়। এর একটা বড় কারণ—চ্যাম্পিয়নস ট্রফি ছিল ওয়ানডে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল।
দ্বিতীয় আসর থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি খেলা শুরু করে। ওয়ানডে বিশ্বকাপে এমনিতে বাংলাদেশের পারফরম্যান্স ওঠানামা করে। খুব বেশি সাফল্যও নেই। ২০০৭ আর ২০১৫ বিশ্বকাপে আমরা পরের ধাপে যেতে পেরেছি। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স ভালো—সেমিফাইনালেও খেলেছে।
দুবাইয়ে অনুশীলনে বাংলাদেশ দল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’
নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।
আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।
আয়োজনের পোস্টার