Risingbd:
2025-05-01@05:12:44 GMT

ম্যানসিটিকে একাই ধসালেন এমবাপে

Published: 20th, February 2025 GMT

ম্যানসিটিকে একাই ধসালেন এমবাপে

কিলিয়ান এমবাপে ধীরে-ধীরে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ উপভোগ করা শুরু করেছেন। রিয়াল মাদ্রিদে আসার আগে স্বদেশী ক্লাব মোনাকো আর পিএসজির জার্সিতেও তিনি চ্যাম্পিয়নস লিগে বহু গোল করেছেন। তবে এই আসরটিতে রিয়াল ঐতিহ্যগতভাবে যেভাবে মহারণগুলো জিতে, সেখানে গোল পেলে রোমাঞ্চের শিহরণ সবাই অনুভব করবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তেমনই এক মহারণ একাই জেতালেন এমবাপে।

এমবাপের হ্যাটট্রিকে ম্যানসিটিকে ৩-১ ব্যবধানে হেসেখেলে হারিয়েছে রিয়াল। লস ব্ল্যাঙ্কসদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে এটি তার প্রথম হ্যাটট্রিক। দুই লেগ মিলিয়ে ৬-৩ অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে শেষ ষোলোতে নাম লেখাল রিয়াল। শেষ ষোলোতে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ অ্যাটলেতিকো মাদ্রিদ অথবা বায়ার লেভারকুসেন।

প্রতিপক্ষের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আর্লিং হালান্ড এবং কেভিন ডি ব্রুইনাকে বেঞ্চে রেখে একাদশ সাজান সিটি বস পেপ গার্দিওলা। ম্যাচের চতুর্থ মিনিটে জাল খুঁজে নেওয়া এমবাপে রিয়ালকে চালকের আসনে বসিয়ে ফেলেন ৩৩তম মিনিটে লক্ষ্যভেদ করে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। ৬১তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার।

আরো পড়ুন:

দিস ইজ নট ফুটবল, দিস ইজ লা লিগা! 

‘স্টপ ক্রায়িং ইউর হার্ট আউট’ তাঁতিয়ে দিয়েছিল ভিনিসিয়ুসকে

যোগকরা সময়ে ব্যবধান কমান নিকোলাস গোঞ্জালেজ। ওমর মারমুশের ফ্রি-কিক ক্রসবার লেগে ফিরে আসলে বল পেয়ে যান তিনি। ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি স্প্যানিশ মিডফিল্ডার।

এমবাপেকে বহুদিন ধরেই তার শৈশবের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে। এই পর্তুগিজ তারকা আবার রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও। ৫ বারের ব্যালন ডি-অর জয়ী এই মহাতারকাকে দেখেই এমবাপে রিয়ালের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখতেন শৈশবে। ক্যারিয়ার শুরুতেই বিশ্বকাপ জেতা এই ফরোয়ার্ডকে বহুদিন থেকেই তাই তুলনা করা হতো রোনালদোর সঙ্গে।

ম্যানসিটির বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকের পর সাংবাদিকরা আবারও সেই প্রসঙ্গ উঠালে রিয়াললের ম্যানেজার কার্লো আনচেলত্তিও মানলেন, রোনালদোর উচ্চতা ছোঁয়ার সম্ভাবনা তিনি দেখেন এমবাপের মধ্যে। তবে কাজটা যে ভীষণ কঠিন, সেটিও মনে করিয়ে দিলেন আনচেলত্তি, “ক্রিস্তিয়ানোর পরিসংখ্যানে পৌঁছানোর মান তার (এমবাপে) আছে। তবে তাকে কাজ করে যেতে হবে। কারণ ক্রিস্তিয়ানো মানদণ্ড অনেক উঁচুতে তুলে রেখেছে। তবে এই ক্লাবে খেলা নিয়ে কিলিয়ান এত রোমাঞ্চিত… সে অবশ্যই ক্রিস্তিয়ানের পর্যায়ে যেতে পারে। কাজটা যদিও সহজ হবে না, পরিশ্রম চালিয়ে যেতে হবে ওকে।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ ন এমব প

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ