জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পৌর যুবলীগের নেতা ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম দলবল নিয়ে হাজির হন। সম্মেলেন মাঠের এক পাশে দলবল নিয়ে তাঁর দাঁড়িয়ে থাকার একটি ছবি ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

নজরুল ইসলাম বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। তাঁর বড় ভাই মানিক সওদাগর উপজেলা বিএনপির আহ্বায়ক। গত মঙ্গলবার বিকেলে বকশীগঞ্জ খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে ১৬ বছর পর বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন মানিক সওদাগর। বড় ভাইয়ের পক্ষে লোকজন নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নজরুল ইসলাম।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, যুবলীগ নেতা নজরুল ইসলাম সম্মেলন মাঠের পশ্চিম পাশে হলুদ রঙের পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা পরে দাঁড়িয়ে আছেন। আর তাঁকে ঘিরে ২০–৩০ জন যুবক দাঁড়িয়ে রয়েছেন।

সম্মেলনে অংশ নেওয়া কয়েকজন বিএনপির কর্মী জানান, সম্মেলনের দিন বেলা আড়াইটার দিকে দলবল নিয়ে মাঠে হাজির হন নজরুল ইসলাম। একই স্থানে দাঁড়িয়ে থেকে তিনি সম্মেলনমঞ্চের নেতাদের বক্তব্য শোনেন। তাঁর উপস্থিতির বিষয়টি নিয়ে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একপর্যায়ে সম্মেলনস্থলের উত্তর পাশে শামিয়ানার বাইরে চলে যান তিনি।

বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নজর ল ইসল ম র য বল গ ব এনপ র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ