কুলিয়ারচরে উবায়দুল হক পাইলট নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাতে পশ্চিম তারাকান্দি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় উবায়দুল হক পাইলটের চালের দোকান আছে। বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাজরাচর কামালপুর রাস্তার পশ্চিম তারাকান্দি এলাকায় দুর্বৃত্তরা তাঁর গলা কেটে লাশ ফেলে রেখে যায়।
নিহত পাইলট বাজরা মাছিমপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। হত্যাকাণ্ডেরর ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, কে বা কারা উবায়দুল হককে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। মামলার প্রক্রিয়া চলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ
ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের
সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।
বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
ঢাকা/শাহীন/মাসুদ