বন্দরে কার্গো ট্রাক থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩
Published: 24th, February 2025 GMT
বন্দরে কার্গো ট্রাক তল্লাশী চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো সুদূর সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ১নং ইসলামপুর ইউনিয়নের তৈয়মুর নগর এলাকার মৃত আব্দুর রশীদ মিয়ার ছেলে সুন্দর আলী (৩৭) একই জেলার একই থানার ৩নং ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁও এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে জাহিদ (২০) ও একই এলাকার ইকবাল মৃত নুরুল ইসলামের ছেলে জুয়েল আহাম্মেদ (২৫)।
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র্যাব-১১ সিপিসি-১ নায়েব সুবেদার মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
গ্রেপ্তারকৃতদের ওই দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (২৩ ফেব্রুয়ারী) রাতে বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ঢাকা মেট্রো ট-২৪-৬৮৩৭ নাম্বারের কার্গো ট্রাকের সিটের নিচে তল্লাশী চালিয়ে উল্লেখিত ফেন্সিডিলসহ ওই ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।  
  
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।