ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় দক্ষিণ কেরানীগঞ্জের ইস্পাহানী আমবাগিচা এলাকায় ওই নারীর ওপর হামলা করে ছিনতাইকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।  

নিহত সীমার স্বামী আক্তার হোসেন বলেন, মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় ফিরছিলেন সীমা। এ সময় ছিনতাইকারীরা তার মাথায় ও শরীরে ছুরিকাঘাত করে কানের দুল ও দুই হাজার টাকা নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় সীমাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার বড়কান্দি এলাকায়। কেরানীগঞ্জের ইস্পাহানী আমবাগিচা এলাকায় ভাড়া বাসায় থাকি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ