নতুন দুটি স্মার্টফোন মডেল এস২৫ আলট্রা ও এস২৫ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড আইটেল।
নির্মাতারা জানান, ৬.৭৮ ইঞ্চির সুপার ব্রাইট থ্রিডি-কার্ভড অ্যামোলেড স্ক্রিন পাওয়া যাবে এস২৫ আলট্রা মডেলে। ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেটের কারণে স্ক্রল বা সোয়াইপ হবে স্মুথ। প্রতিদিনের ধকল থেকে ফোনের সুরক্ষায় স্থায়িত্ব নিশ্চিত করবে কর্নিং গরিলা গ্লাস সেভেনআই প্রটেকশন।
ইন্টিগ্রেটেড মেটাল ইনার ফ্রেমে ৬.
অতিরিক্ত সুরক্ষায় রয়েছে ১০০ দিনের স্ক্রিন প্রটেকশন পরিষেবা। আইপি-৬৪ ফিচার ডাস্ট অ্যান্ড ওয়াটার-রেজিস্ট্যান্ট ফিচার। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধা থাকায় ফোন অন করার ক্ষেত্রে সাইড-মাউন্টেড বাটন খোঁজার ঝামেলা থাকবে না। সহজেই ফোন আনলক করা যাবে। টাইগার ৬২০ অক্টাকোর প্রসেসর, যা মাল্টিটাস্কিং বা ভারী গ্রাফিক্স ল্যাগ ছাড়াই নিরবচ্ছিন্ন পারফরম্যান্স দেবে।
২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি এক্সটেন্ডেড র্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেবল র্যাম) থাকায় স্টোরেজ। রয়েছে ম্যাক্রো লেন্সের সঙ্গে যুক্ত ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা।
আরজিবি লাইট নোটিফিকেশন ফিচারের মাধ্যমে ফোনের স্ক্রিনে না তাকিয়ে সহজেই নতুন নোটিফিকেশন সম্পর্কে জানা যাবে। কারণ যে কোনো নোটিফিকেশন আসামাত্রই ভিন্ন রঙের মাধ্যমে নোটিফিকেশন বিষয়ে জানা যাবে। আইআর রিমোট কন্ট্রোল সুবিধায় ফোনের মাধ্যমে দূর থেকে ঘরের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধা দেবে।
অন্যদিকে, এস২৫ মডেলে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যামোলেড
স্ক্রিনের ৬.৭৮ ইঞ্চি ডিসেপ্ল ও টাইপ-সি ১৮ ওয়াট ফাস্ট চার্জার সুবিধা। ১২ জিবি র্যাম (৬ জিবি + ৬ জিবি এক্সটেন্ডেবল র্যাম) সুবিধা। স্টোরেজ ১২৮ জিবি। রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। বাজেটবান্ধব হওয়ায়
মডেল দুটি গ্রাহক প্রত্যাশা পূরণে করবে বলে নির্মাতারা জানান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জামায়াতের পর এবার সমাবেশে অংশ নিতে বিশেষ ট্রেন ভাড়া ছাত্রদলের
জামায়াতে ইসলামীর পর এবার বিশেষ ট্রেন ভাড়া করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ আগস্ট ছাত্র সমাবেশে অংশ নিতে প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম ছাত্রদল ২০ বগির এই বিশেষ ট্রেন ভাড়া করেছে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট ছাত্র সমাবেশ করবে ছাত্রদল।
এই কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম নগর ছাত্রদলের পক্ষ থেকে ২০ বগির একটি বিশেষ ট্রেনের জন্য আবেদন করা হয়। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিশেষ ট্রেন বরাদ্দ রেলওয়ে। আগামী রোববার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে যাবে। আর ঢাকায় পৌঁছাবে বেলা সোয়া ১টায়। এই ট্রেন সন্ধ্যা সাতটায় আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে।
রেলওয়ে সূত্র জানায়, ২০ বগির ট্রেনটিতে ১ হাজার ১২৬টি আসন রয়েছে। বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের চট্টগ্রাম, ঢাকা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।
চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, এই ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় দেড় হাজার নেতা-কর্মী যাবেন। সবাই একসঙ্গে যেতে চাওয়ায় ট্রেন ভাড়া করেছেন। বাসে হলে তা সম্ভব ছিল না।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী। সমাবেশে নেতা-কর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি। এই চার ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।
জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে রেলপথ মন্ত্রণালয় জানায়, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।