নতুন দুটি স্মার্টফোন মডেল এস২৫ আলট্রা ও এস২৫ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড আইটেল।
নির্মাতারা জানান, ৬.৭৮ ইঞ্চির সুপার ব্রাইট থ্রিডি-কার্ভড অ্যামোলেড স্ক্রিন পাওয়া যাবে এস২৫ আলট্রা মডেলে। ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেটের কারণে স্ক্রল বা সোয়াইপ হবে স্মুথ। প্রতিদিনের ধকল থেকে ফোনের সুরক্ষায় স্থায়িত্ব নিশ্চিত করবে কর্নিং গরিলা গ্লাস সেভেনআই প্রটেকশন।
ইন্টিগ্রেটেড মেটাল ইনার ফ্রেমে ৬.
অতিরিক্ত সুরক্ষায় রয়েছে ১০০ দিনের স্ক্রিন প্রটেকশন পরিষেবা। আইপি-৬৪ ফিচার ডাস্ট অ্যান্ড ওয়াটার-রেজিস্ট্যান্ট ফিচার। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধা থাকায় ফোন অন করার ক্ষেত্রে সাইড-মাউন্টেড বাটন খোঁজার ঝামেলা থাকবে না। সহজেই ফোন আনলক করা যাবে। টাইগার ৬২০ অক্টাকোর প্রসেসর, যা মাল্টিটাস্কিং বা ভারী গ্রাফিক্স ল্যাগ ছাড়াই নিরবচ্ছিন্ন পারফরম্যান্স দেবে।
২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি এক্সটেন্ডেড র্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেবল র্যাম) থাকায় স্টোরেজ। রয়েছে ম্যাক্রো লেন্সের সঙ্গে যুক্ত ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা।
আরজিবি লাইট নোটিফিকেশন ফিচারের মাধ্যমে ফোনের স্ক্রিনে না তাকিয়ে সহজেই নতুন নোটিফিকেশন সম্পর্কে জানা যাবে। কারণ যে কোনো নোটিফিকেশন আসামাত্রই ভিন্ন রঙের মাধ্যমে নোটিফিকেশন বিষয়ে জানা যাবে। আইআর রিমোট কন্ট্রোল সুবিধায় ফোনের মাধ্যমে দূর থেকে ঘরের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধা দেবে।
অন্যদিকে, এস২৫ মডেলে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যামোলেড
স্ক্রিনের ৬.৭৮ ইঞ্চি ডিসেপ্ল ও টাইপ-সি ১৮ ওয়াট ফাস্ট চার্জার সুবিধা। ১২ জিবি র্যাম (৬ জিবি + ৬ জিবি এক্সটেন্ডেবল র্যাম) সুবিধা। স্টোরেজ ১২৮ জিবি। রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। বাজেটবান্ধব হওয়ায়
মডেল দুটি গ্রাহক প্রত্যাশা পূরণে করবে বলে নির্মাতারা জানান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব