Samakal:
2025-08-01@08:55:14 GMT

বিকিকিনি সহজ করবে এআই

Published: 2nd, March 2025 GMT

বিকিকিনি সহজ করবে এআই

বাংলাদেশের পরিচিত অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম চলতি বছরে প্ল্যাটফর্মে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি যুক্ত করার কথা জানিয়েছে। নতুন পদ্ধতির সংযোজনে গ্রাহক আগের তুলনায় সহজে ও নিরাপদে কেনাবেচা করার সুবিধা নিতে পারবেন। আগ্রহী কোনো পণ্য বা সেবার বিবরণ লেখার সময় এআই প্রযুক্তির সহায়তা নিতে পারবেন। পণ্যের ঠিকঠাক বৈশিষ্ট্য ও প্রয়োজনীয় তথ্য অটোমেটিক্যালি তৈরি করে দেবে। অন্যদিকে, প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিটি বিজ্ঞাপন এআই অ্যাসিস্ট্যান্ট প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে। ফলে সম্ভাব্য প্রতারক ও অবৈধ পণ্যের বিজ্ঞাপনদাতাদের দ্রুত চিহ্নিত করে প্রতারককে অনেকাংশেই চূড়ান্ত প্রতিরোধ করা সম্ভব হবে।
বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং মো.

আরিফিন হোসাইন বলেন, বিক্রয় সব সময় গ্রাহকের নিরাপদ ও সুবিধাজনক গুণগত বিকিকিনি অভিজ্ঞতা দিতে কাজ করছে। সুরক্ষিত ও গ্রাহকবান্ধব প্ল্যাটফর্ম করার সুনির্দিষ্ট চিন্তা থেকেই এআই প্রযুক্তি যুক্ত করার এমন উদ্যোগ। নতুন এআই ফিচারে সুবিধা নিয়ে আগ্রহীরা খুব কম সময়ে ও স্বাচ্ছন্দ্যে ক্রয়-বিক্রয় সুবিধা নিতে পারবেন। পদ্ধতিটি একদিকে যেমন বিক্রেতার জন্য বিজ্ঞাপন পোস্ট করার কাজকে সহজ করবে, অন্যদিকে ক্রেতার জন্য পণ্যের সঠিক বিবরণ দেখে বুঝেশুনে তা কিনতে সহায়তা শক্তি হিসেবে কাজ করবে। এতে ডিজিটাল প্রতারণার ঝুঁকি বহুলাংশে কমবে। ফলে নিরাপদ বেচাকেনার সহায়ক পরিবেশ তৈরি হবে।
উদ্যোক্তারা বলেন, এআই প্রযুক্তির সময়োপযোগী সংযোজন অনলাইন ব্যবসায় নতুন সম্ভাবনা যুক্ত করবে। বাংলাদেশের ক্ল্যাসিফায়েড খাতে নতুন কিছু সংযোজন করবে। এআই সংযুক্তিতে বিক্রয় কার্যকর ও সহজবোধ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে, যা ক্রেতা-বিক্রেতার জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: এআই প ল য টফর ম

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’

রাজশাহীভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম’-এর কার্যক্রম আবার চালু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পোর্টালটি সচল করা হয়।

গত ২১ জুলাই পোর্টালটি সাময়িকভাবে বন্ধ করে দেয় মালিকপক্ষ। তখন পদ্মাটাইমসের সম্পাদক এম বদরুল হাসান অভিযোগ করেছিলেন, জেলা বিএনপির কমিটি নিয়ে একটি সংবাদ প্রকাশের পর মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিউজ পোর্টালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আজ সকালে পোর্টালটির ফেসবুক পেজে সম্পাদক বদরুল হাসানের স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনিবার্য কারণে সাময়িকভাবে বন্ধ থাকা পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম-এর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ-বিদেশের সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী ও প্রশাসনের পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সাময়িক বিরতিতে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখিত এবং সবার ভালোবাসা কামনা করছি।’

এম বদরুল হাসান আজ সকালে বলেন, জেলা বিএনপি-সংক্রান্ত একটি সংবাদের জেরে মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি হয়। এমনকি প্রকাশকের বাড়িতে গিয়ে ‘মব’ তৈরি করে হামলার চেষ্টাও করা হয়। বিষয়টি সেনাবাহিনীকেও জানানো হয়েছিল। এরপর মালিকপক্ষ পোর্টালটি বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার তাঁরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। কমিশনার ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার আশ্বাস দেন। এতে মালিকপক্ষ আশ্বস্ত হয়ে পোর্টালটি আবার চালু করেছে।

আরও পড়ুনরাজশাহীতে বন্ধ হলো নিউজ পোর্টাল পদ্মাটাইমস, চাপের কথা জানালেন সম্পাদক২১ জুলাই ২০২৫

২০১৭ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে পদ্মাটাইমস। ২০২২ সালের ২১ জুলাই এটি সরকার থেকে নিবন্ধন পায়। পোর্টালটির প্রকাশক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম (বেন্টু)। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন তাঁর ওপর হামলা হয়। এর পর থেকে তিনি পলাতক। ২০২২ সালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল আলম। পরে তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’