প্রতিপক্ষের হামলায় মাথা ফাটল বিএনপি নেতার
Published: 4th, March 2025 GMT
সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় ইউসুফ হোসেন (৫৭) নামে বিএনপির এক নেতার মাথা ফেটে গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার নুরনগর মাছের আড়ৎ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে যুবদল নেতা সাদিকুর রহমান আহত হয়েছেন। দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইউসুফ নুরনগর গ্রামের বাসিন্দা। তিনি জেলা তাঁতী লীগের সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সদস্য ছিলেন। স্থানীয় মিজানুর রহমান ও তাঁর লোকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও এখন বিএনপির এক পক্ষের হয়ে কাজ করছেন বলে নেতাকর্মীরা দাবি করেছেন।
ইউসুফের ভাষ্য, তাদের লোকজন মঙ্গলবার নিজেদের ক্ষেতে নাবি ধান কাটার কাজ করছিলেন। এ সময় মিজানুর লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি সেখানে গেলে মিজানের নেতৃত্বে ১০-১২ জন চড়াও হন।
মিজানুর আগে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন অভিযোগ করে আবু ইউসুফ বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর হঠাৎ ভোল পাল্টে স্থানীয় বিএনপি নেতাদের একাংশের মদদে তিনি যা খুশি তা করে বেড়াচ্ছেন।
প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়, পাল্টা অভিযোগ করে মিজানুর রহমান বলেন, দীপু মনির সঙ্গে দু-একবার দেখা হওয়ায় ছবি থাকলেও কখনও তিনি তাঁর সহকারী ছিলেন না। জনসমর্থনে তাঁকে হারাতে না পারার কৌশল হিসেবে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।
দরকারি তথ্যআবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদন ফি: এক হাজার টাকা
মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)
//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতাযেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।
কোর্সের বিস্তারিতশুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।
শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।
২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।
৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।
৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।
পরীক্ষার বিষয়১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের
২. মৌলিক গণিত ২৫ নম্বরের
৩. ইংরেজি ১০ নম্বরের
৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫
৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫
৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫