চ্যাম্পিয়নস লিগে বুধবার (৫ মার্চ, ২০২৫) দিবাগত রাতটা মূলত গোলরক্ষকদের। বার্সেলোনার বয়েচেক শেজনি বেনফিয়ার বিপক্ষে করেছেন ৭টি সেভ। অন্যদিকে শেষ ষোলোর আরেক ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে লিভারপুলের গোলরক্ষকও আলিসন বেকারও হয়ে উঠলেন ‘চীনের প্রাচীর’। প্যারিসের ক্লাবটির বিপক্ষে অসাধারণ দক্ষতা দেখানোর পর আলিসন জানালেন এটি তার জীবনের সেরা পারফরম্যান্স। আর লিভারপুল ম্যানেজার আর্নে স্লট আলিসনকে ‘বিশ্ব সেরা’ বলেছেন!

মাঠ পার্ক দে প্রিন্সে ম্যাচের শুরু থেকেই পিএসজি ও লিভারপুল কেউ কাওকে ছেড়ে কথা বলেনি। তবে পরিস্কার সুযোগ তৈরীতে একচেটিয়া দাপট দেখিয়েছে স্বাগতিক ক্লাব পিএসজি। তবে এরপরও সোনার হরিণ গোলের দেখা পাচ্ছিল না। পাবে কিভাবে? ম্যাচে অল রেডদের গোল রক্ষক আলিসন ঠেকালেন পিএসজির ৯টি দুর্দান্ত শট। এই ব্রাজিলিয়ান গোলরক্ষকের বীরত্বেই পিএসজির বিপক্ষে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল।

এক পর্যায়ে মনে হচ্ছিল আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটি গোলশূন্য ড্র হবে। ম্যাচের ৮৬ মিনিটে লিভারপুল বস স্লট মোহাম্মদ সালাহকে তুলে মাঠে নামান তরুণ ফুটবলার হার্ভি এলিয়টকে। এই একটি পরিবর্তনই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। মাঠে নামার পর মাত্র ৪৭ সেকেন্ডের ব্যবধানে স্বাগতিক পিএসজির জালে বল জড়িয়ে দিলেন এলিয়ট।

আরো পড়ুন:

লিভারপুলের মানসিকতার প্রশংসায় স্লট  

হেরে তরুণ ফুটবলার কেনার কথা জানালেন গার্দিওলা

সাম্প্রতিক সময়ে পিএসজি দারুণ ফর্মে আছে। তারা আক্রমণাত্মক শক্তি নিয়ে বেশ আশাবাদীও ছিল। কিন্তু লিভারপুলের গোলকিপারকে পরাজিত করার কোনো উপায় খুজে পায়নি ফ্রান্সের জায়ান্টরা। দলের আক্রমণে ছিলেন উসমান দেম্বেলি, ব্র্যাডলি বারকোলা ও খিচা কাভারাস্কেইয়া। তবে তারা আলিসনের বিপক্ষে ছিলেন অসহায়।

চ্যাম্পিয়নস লিগর এক ম্যাচে ক্লিন শিট রেখা গোলরক্ষকদের মাঝে আলিসনের ৯টি সেভ এই মৌসুমে সবচেয়ে বেশি। ম্যাচ শেষে আলিসন বলেন, “সম্ভবত আমার জীবনের সেরা পারফরম্যান্স… কোচ আমাদের বলেছিলেন যে পিএসজির বিপক্ষে খেলা বেশ কঠিন হবে। আমরা প্রস্তুত ছিলাম। প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করে জানলাম কী আসছে, তাদের দলে কী পরিমাণ গুণগত মান রয়েছে। প্রস্তুতিস্বরূপ আমরাও কঠোর পরিশ্রম করেছি।”

অল রেড কোচ স্লট তার গোলরক্ষককে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, “আমার মনে হয় না আমি এমন কোনো গোলরক্ষকের সঙ্গে কাজ করেছি, যে এই পর্যায়ে খেলে। স্বাভাবিকভাবেই সে (আলিসন) বিশ্বের সেরা। আমি অনেক ভালো ফিল্ড ফুটবলারের সঙ্গে কাজ করেছি, কিন্তু আমি কখনও বিশ্বের সেরা গোলরক্ষক পায়নি। আমার কাছে সেই সেরা। আজ সেটা আবারও প্রমাণ করেছে।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এসজ চ য ম প য়নস ল গ প এসজ র

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা