বলিউডের বরেণ্য তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তাদের দাপুটে অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। সমকালীন ফ্যাশনেও কম যান না তারা। অদ্ভূত ব্যাপার হলো— এই দুই তারকাকে দুই হাতে দুই ঘড়ি অথবা একই হাতে দুই ঘড়ি পরতে দেখা গেছে।
সাধারণত, মানুষ হাতে একটি ঘড়ি ব্যবহার করে থাকেন। ফলে অমিতাভ-জয়ার এমন কাণ্ড নিয়ে সমালোচনা কম হয়নি। এখনো অমিতাভকে দুই ঘড়ি পরতে দেখা যায়।
কয়েক দিন আগে এ দম্পতির পুত্র অভিষেক বচ্চন দুই হাতে দুই ঘড়ি পরে ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন। এরপর দুই হাতে দুই ঘড়ি পরে সাংবাদিকদের ক্যামেরায় পোজ দেন ‘সরকার’ তারকা। এরপর তিন তারকার ঘড়ি পরার ব্যাপারটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কী কারণে হাতে দুটো ঘড়ি পরেন তারা?
আরো পড়ুন:
মাঠে খেলছেন বিরাট, গ্যালারিতে ঘুমাচ্ছেন আনুশকা!
সঞ্জয়ের বাড়িতে শর্ট ড্রেস পরে যাওয়ার অনুমতি নেই: আমিশা
এর আগে অভিষেক বচ্চন বলেন, “দুটো ঘড়ি পরার ট্রেন্ড আমার মা শুরু করেছিলেন। আমি ইউরোপে বোর্ডিংয়ে থাকতাম, তাই তিনি উভয় জায়গার সময় জানার জন্য দুটি ঘড়ি পরতেন। পরে বাবাও দুই জায়গার সময় সম্পর্কে সচেতন থাকার জন্য মায়ের স্টাইল অনুসরণ করতেন। তারা ইউরোপের সময় অনুসারে আমার সঙ্গে কথা বলতেন। দুটো ঘড়ি পরার এটাই মূল কারণ। কিন্তু সিনেমার জন্য বাবা এটিকে ফ্যাশনে পরিণত করেছেন।”
ব্যাপারটি কথা বলেন অমিতাভ বচ্চনও। তিনি বলেলেন, “হ্যাঁ, আমি আমার সাধারণ জীবনে কখনো দুটো, কখনো কখনো তিনটি ঘড়ি পরি। এটা কখনো মজা করে, কখনো লুকে পরিবর্তন আনার জন্য এমনটা করে থাকি।”
তথ্যসূত্র: ইন্ডিয়া টিভি
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র জন য
এছাড়াও পড়ুন:
চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় আশরাফুর রহমান (১৪) নামের এক কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গত শুক্রবার সে জ্বরে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।
আশরাফুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডে এই প্রথম একজন মারা গেল।
আশরাফুর রহমানের দাদা এম এ আলীম আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তাঁর নাতির জ্বর আসে। সামান্য ব্যথাও ছিল। জ্বর কমছে না দেখে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর আশরাফুরকে পৌর সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাতে তার অবস্থার অবনতি হয়। আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায়। দুপুরে মডেল মসজিদ এলাকায় জানাজার নামাজ শেষে ফকিরহাট নলুয়া দিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আশরাফকে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোর ভালো ছিল। আজ ভোর চারটার দিকে তার পাতলা পায়খানা ও খিঁচুনি হয়। এরপর তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে কিশোরটি মারা যায়।
সীতাকুণ্ডে আজ এক দিনেই ৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন।