বন্দরে শিশু রুমানা ২ দিন ধরে নিখোঁজ
Published: 6th, March 2025 GMT
বন্দরে বাসা থেকে বের হয়ে রুমানা (৫) নামে এক শিশু গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশু রোমানা বন্দর উপজেলার শান্তিনগর এলাকার দিনমজুর নাজির মিয়ার মেয়ে। অনেক স্থানে খোঁজাখুঁজি করে গত দুই দিনেও নিখোঁজ শিশুর কোন হদিস না পায়নি তার স্বজনরা।
এ ঘটনায় নিখোঁজ শিশুর পরিবার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চালাচ্ছে। এর আগে গত মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টায় বন্দর উপজেলার শান্তিনগর এলাকা থেকে ওই শিশুটি তার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কত বছর বয়সের আগে শিশুর হাতে স্মার্টফোন দেওয়া উচিত না
শৈশব-কৈশোর দুরন্তপনার আরেক নাম। মাঠ, শহরের অলিগলি, বাড়ির উঠান, ছাদ কিংবা বারান্দায় নানা খেলাধুলায় সময়টা পার করার কথা। কিন্তু দিন দিন স্মার্টফোনের দুনিয়ায় বন্দী হয়ে পড়ছে বেশির ভাগ শিশুর শৈশব। হয়তো খাওয়ানোর জন্য অথবা ব্যস্ত রাখার জন্য ছোট্ট শিশুর হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন অভিভাবক, তারপর ধীরে ধীরে সেই স্মার্টফোনের দুনিয়াতেই কখন যেন আটকা পড়েছে শিশু। জার্নাল অব দ্য হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাবিলিটিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ১৩ বছর বয়সের আগে স্মার্টফোন ব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে।
১৩ বছরের কম বয়সী শিশুদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের সঙ্গে আত্মহত্যার চিন্তা, আবেগ নিয়ন্ত্রণে দুর্বলতা, মূল্যবোধহীনতা এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা লক্ষ করা গেছে। ছেলেশিশুদের চেয়ে মেয়েদের মধ্যে যা বেশি মাত্রায় দেখা গেছে।