সর্বোচ্চ উইকেট নেওয়া হেনরি ফাইনালে অনিশ্চিত
Published: 7th, March 2025 GMT
২০২৩ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট ম্যাট হেনরির। ৬৬ ইনিংসে নিয়েছেন ১৩৬ উইকেট। আর এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে উইকেট নেওয়ায়ও শীর্ষে নিউজিল্যান্ডের এ পেসার। ৪ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। কিন্তু ফাইনালে ভারতের বিপক্ষে তাঁকে নাও পেতে পারে নিউজিল্যান্ড। লাহোরে গত পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে কাঁধে চোট পেয়েছেন এই ডানহাতি পেসার।
আরও পড়ুনভিভ রিচার্ডসের এই গল্পগুলো হয়তো আপনি জানতেন না৩২ মিনিট আগেপ্রোটিয়া ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। যদিও পরে মাঠে ফিরে দু্ই ওভার বোলিংও করেছেন। এমনকি ডাইভ দিয়ে ফিল্ডিংও করতে দেখা দেখা গেছে এই ৩৩ বছর বয়সী পেসারকে। প্রোটিয়াদের ৫০ রানে হারিয়ে ফাইনালে ওঠার পর হেনরিকে শিরোপা নির্ধারণী ম্যাচে পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের মন্তব্য কিউই সমর্থকদের জন্য দুঃসংবাদই হয়ে এসেছে। ফাইনাল শুরুর ৪৮ ঘণ্টা আগে হেনরির ফিটনেসের অবস্থা ‘অজানা’ বলে মন্তব্য করেছেন স্টিড।
সংবাদমাধ্যমকে নিউজিল্যান্ড কোচ বলেছেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক বিষয় হলো, সে মাঠে ফিরে বোলিং করেছে। আমরা স্ক্যান করানোর পাশাপাশি তাকে নিয়ে আরও কাজ করেছি। এই ম্যাচে খেলার জন্য তাকে সব রকম সুযোগই দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে (হেনরির) অবস্থাটা অজানা।’
আরও পড়ুনশামি রোজা না রেখে খেলায় ভারতের মাওলানাদের মধ্যে বিতর্ক৪ ঘণ্টা আগেহেনরি এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ১০ উইকেট নিয়েছেন ১৬.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।