২০২৩ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট ম্যাট হেনরির। ৬৬ ইনিংসে নিয়েছেন ১৩৬ উইকেট। আর এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে উইকেট নেওয়ায়ও শীর্ষে নিউজিল্যান্ডের এ পেসার। ৪ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। কিন্তু ফাইনালে ভারতের বিপক্ষে তাঁকে নাও পেতে পারে নিউজিল্যান্ড। লাহোরে গত পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে কাঁধে চোট পেয়েছেন এই ডানহাতি পেসার।

আরও পড়ুনভিভ রিচার্ডসের এই গল্পগুলো হয়তো আপনি জানতেন না৩২ মিনিট আগে

প্রোটিয়া ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। যদিও পরে মাঠে ফিরে দু্ই ওভার বোলিংও করেছেন। এমনকি ডাইভ দিয়ে ফিল্ডিংও করতে দেখা দেখা গেছে এই ৩৩ বছর বয়সী পেসারকে। প্রোটিয়াদের ৫০ রানে হারিয়ে ফাইনালে ওঠার পর হেনরিকে শিরোপা নির্ধারণী ম্যাচে পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের মন্তব্য কিউই সমর্থকদের জন্য দুঃসংবাদই হয়ে এসেছে। ফাইনাল শুরুর ৪৮ ঘণ্টা আগে হেনরির ফিটনেসের অবস্থা ‘অজানা’ বলে মন্তব্য করেছেন স্টিড।

সংবাদমাধ্যমকে নিউজিল্যান্ড কোচ বলেছেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক বিষয় হলো, সে মাঠে ফিরে বোলিং করেছে। আমরা স্ক্যান করানোর পাশাপাশি তাকে নিয়ে আরও কাজ করেছি। এই ম্যাচে খেলার জন্য তাকে সব রকম সুযোগই দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে (হেনরির) অবস্থাটা অজানা।’

আরও পড়ুনশামি রোজা না রেখে খেলায় ভারতের মাওলানাদের মধ্যে বিতর্ক৪ ঘণ্টা আগে

হেনরি এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ১০ উইকেট নিয়েছেন ১৬.

৭০ গড়ে। এর মধ্যে দুবাই স্টেডিয়ামে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচেই নিয়েছেন ৪২ রানে ৫ উইকেট। এই একই ভেন্যুতেই রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই ফাইনালে যে কোনো মূল্যে হেনরিকে পেতে চাইবে নিউজিল্যান্ড। সে আশায় স্টিড বলেছেন, ‘আশা করি সে ঠিক হয়ে যাবে।’

ভারতের বিপক্ষে ৫ উইকেট নেন হেনরি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট ন ফ ইন ল

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ