দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নিয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ আগস্ট শেখ হাসিনার সঙ্গে মুঠোফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ার পর গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন।

শুক্রবার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তাঁকে প্যারোলে মুক্তি দেন বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এর আগে শুক্রবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে জাহাঙ্গীর কবিরের বড় বোন আনোয়ারা বেগম (৮৪) মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর কবিরের বড় বোনের মৃত্যুর পর জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন জাহাঙ্গীর কবিরের এক স্বজন। পরে আইনিপ্রক্রিয়া শেষে জানাজায় অংশ নিতে জাহাঙ্গীর কবিরকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন জেলা প্রশাসক। এরপর বেলা দেড়টার দিকে পুলিশি নিরাপত্তায় বরগুনা কারাগার থেকে বের হয়ে তিনি বরগুনা সার্কিট হাউস মাঠে জানাজায় অংশ নেন। জানাজা শেষে দুপুর পৌনে দুইটার দিকে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।

বরগুনা কারাগারের জেল সুপার মো.

আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জাহাঙ্গীর কবিরকে কারাবিধি অনুযায়ী দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে বেলা দেড়টার জাহাঙ্গীর কবির কারাগার থেকে বের হয়ে পৌনে দুইটার দিকে কারাগারে ফিরে আসেন। তিনি বর্তমানে কারাগারে আছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বরগ ন

এছাড়াও পড়ুন:

আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’

সম্পর্কিত নিবন্ধ