করাচি, রাওয়ালপিন্ডির পর দুবাই ঘুরে লাহোর, এরপর আবার দুবাই—চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগে এই ছিল নিউজিল্যান্ড দলের বিমানযাত্রা। আকাশপথে অতিক্রম্য দূরত্ব ৭০৪৮ কিলোমিটার। বিপরীতে ভারত ক্রিকেট দলের আকাশপথ ভ্রমণের দূরত্ব শূন্য! রোহিত শর্মার দল চ্যাম্পিয়নস ট্রফির জন্য সেই যে ১৬ ফেব্রুয়ারি দুবাই শহরে পা রেখেছে, এখন পর্যন্ত আছে সেখানেই।
অন্য সব মানদণ্ড এক পাশে সরিয়ে রাখলেও শুধু ভ্রমণঝক্কির কারণেই আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে বেশ খানিকটা এগিয়ে থাকার কথা ভারতের। রোহিতের দল এগিয়ে আছে টুর্নামেন্টজুড়ে অপরাজিত, ব্যাটসম্যানদের রানে থাকা আর স্পিনারদের সময়মতো জ্বলে ওঠা পারফরম্যান্সের কারণেও। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ফেবারিট বলতে তাই খুব বেশি দ্বিধায় পড়তে হচ্ছে না তেমন কাউকেই। তবে মুদ্রার অপর পিঠে আছে অন্য বাস্তবতাও। চ্যাম্পিয়নস ট্রফি জিতে সাদা ব্লেজারটা পরার বড় দাবিদার যে কালো জার্সির নিউজিল্যান্ডও।
৮১ রানের ইনিংস খেলেও ভারতের বিপক্ষে দলকে জেতাতে পারেননি নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//