রিয়াদে এবার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন, যুদ্ধবিরতির চেষ্টা
Published: 8th, March 2025 GMT
ইউক্রেনে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবে আগামী মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসছেন কিয়েভ ও ওয়াশিংটনের কর্মকর্তারা। বৈঠকে যুদ্ধ অবসানে শান্তি কাঠামো নিয়ে আলোচনা হবে বলে দুই দেশের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে।
এ আলোচনার লক্ষ্য প্রাথমিকভাবে যুদ্ধবিরতি বাস্তবায়ন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগ্বিতণ্ডার পর এটিই দুই দেশের মধ্যে প্রথম আলোচনা। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আলোচনা করলেও তাতে ইউক্রেনের অংশগ্রহণ ছিল না।
এরইমধ্যে গত বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাজ্যসহ পাঁচ দেশের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করেন। বিশেষজ্ঞরা বলছেন, সৌদিতে আলোচনার ফলে যুক্তরাজ্যও খানিকটা স্বস্তিতে থাকবে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) সামরিক বিজ্ঞানের পরিচালক ম্যাথিউ স্যাভিল মনে করেন, যুক্তরাজ্য নিজেও ইউক্রেন যুদ্ধ বন্ধে নেতৃত্বের আসনে থেকে ভূমিকা রাখতে চাইছে। সেক্ষেত্রে ইউক্রেন যাতে কোনো চাপে না পড়ে তা চায় দেশটি।
গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প-জেলেনস্কির বাগ্বিতণ্ডার পর থেকে ইউরোপের নেতারা মার্কিন নির্ভরশীলতা কমিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোয় জোর দেন। লন্ডনের পর ব্রাসেলসেও সম্মেলনে মিলিত হন তারা। ব্রাসেলসের প্রতিরক্ষা সম্মেলনে ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা জোরদারে একমত হন নেতারা।
সৌদির বৈঠকের ব্যাপারটি নিশ্চিত করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, একটি শান্তিচুক্তি প্রাথমিক যুদ্ধবিরতি কার্যকর করতে ভূমিকা রাখবে। এজন্য এ আলোচনা। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসন অনেক অগ্রগতি করেছে বলে আমি বিশ্বাস করি। রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তি চায়। এ চুক্তি ছাড়া কোনো বিকল্প কিছু দেখি না।’
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মনে করেন, সৌদির আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক আরও দৃঢ় হবে। এ আলোচনার পর ইউক্রেনে হামলার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন। তাছাড়া চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজসম্পদে প্রবেশাধিকার পাবে বলে আশা করছে ওয়াশিংটন।
দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, আগামী বুধবার ফ্রান্সের প্যারিসে ইউক্রেন সংকট নিয়ে পাঁচ ইউরোপীয় প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে বসবেন। বৈঠকে ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অংশ নেবেন। বৈঠকে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা স্থগিতের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
বিবিসি বলছে, ব্রাসেলসে প্রতিরক্ষা সম্মেলন থেকে ইউরোপীয় নেতাদের বক্তব্যকে ‘সংঘাতমূলক’ উল্লেখ করে ক্রেমলিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর হুমকি দিয়েছে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইইউ এখন সক্রিয়ভাবে নিজেদের সামরিকীকরণের বিষয়টি চিন্তা করছে, যা রাশিয়াকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। এ সামরিকীকরণ মূলত রুশ ফেডারেশনের বিরুদ্ধে। রাশিয়াও এখন নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিকীকরণের পন্থা অবলম্বন করতে পারে।
রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার পর রাশিয়া ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় রাতারাতি ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ থেকে পশ্চিমাঞ্চলীয় শহর টেরনোপিল পর্যন্ত জ্বালানি ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রাসেলসে ইইউ প্রতিরক্ষা সম্মেলনে জেলেনস্কির স্থলে নয়, আকাশ ও নৌপথে যুদ্ধবিরতির প্রস্তাবের পরই এ হামলা হলো। এ ঘটনার পর জেলেনস্কি আবারও একই পন্থায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া ৬৭টি ক্ষেপণাস্ত্র ও ১৯৪টি ড্রোন ব্যবহার করেছে। তাদের দাবি, ৩৪টি ক্ষেপণাস্ত্র ও ১০০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশেঙ্কো বলেন, রাশিয়া জ্বালানিসন্ত্রাস অব্যাহত রেখেছে। এ হামলায় প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি মিরাজ জেট ব্যবহার করা হয়েছে। হামলায় চার শিশুসহ কমপক্ষে ১৮ জন আহত ও একজন নিহত হয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইউক র ন র ও ইউক র ন ব র স লস মন ত র ন র পর ইউর প
এছাড়াও পড়ুন:
নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।
আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।