ভারতীয় কারাগারে বন্দি বাংলাদেশির মৃত্যু
Published: 8th, March 2025 GMT
প্রায় ১৮ মাস ভারতীয় কারাগারে বন্দি অবস্থায় কাটানো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মো. আশরাফ হোসেন (৪৮) নামের ওই ব্যক্তি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। অসুস্থতাজনিত কারণে ৬ মার্চ রাতে পশ্চিমবঙ্গের দমদম জেলখানায় তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.
আশরাফের স্ত্রী নাছিমা বেগম জানান, কাজের সন্ধানে অবৈধভাবে ১৮ মাস আগে ভারতে যাওয়ার সময় আশরাফ আটক হন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। ৭ মার্চ তাঁর মৃত্যুর খবর এসেছে। যোগাযোগের অভাবে ঠিকমতো তাঁর চিকিৎসা করানো যাচ্ছিল না।
ইউএনও রনী খাতুন জানান, কৈখালী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী কাগুচী দমদম জেল থেকে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে কিছু খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে পরিবারটিকে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আশর ফ
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন।
রবিাবর (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। একপর্যায়ে তারা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করেন। বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।
আরো পড়ুন:
বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন
ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে
আন্দোলনরত কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, কৃষকরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইউএনও দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশাহ/মাসুদ