দেশের প্রবাসী আয়ের গতিপথে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। একসময় বাংলাদেশের প্রবাসী আয় বা রেমিট্যান্সের সবচেয়ে বড় উৎস ছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, ওমান, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পেছনে ফেলে এখন প্রবাসী আয়ের বড় উৎস হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গত বছরের আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসী আয়ের শীর্ষ উৎস হিসেবে তালিকায় উঠে আসে যুক্তরাষ্ট্রের নাম। সর্বশেষ গত জানুয়ারি মাসে সৌদি আরব ও ইউএইকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠেছে যুক্তরাজ্য।

প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ প্রবাসী আয় প্রেরণের শীর্ষস্থানীয় উৎসগুলোর জানুয়ারি মাসভিত্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, জানুয়ারিতে প্রবাসীরা দেশে যে পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন, তার প্রায় এক–তৃতীয়াংশই এসেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে। এই মাসে মোট প্রবাসী আয় এসেছিল প্রায় ২১৯ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ৬৮ কোটি ডলার বা ৩১ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে।

গত ডিসেম্বর মাসেও প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সে মাসে দেশটি থেকে ৩৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। ডিসেম্বরের এ–সংক্রান্ত তালিকায় তৃতীয় অবস্থানে ছিল সৌদি আরব। ওই মাসে দেশটি থেকে এসেছিল ২৯ কোটি ডলার। আর চতুর্থ অবস্থানে ছিল মালয়েশিয়া। মে মাসে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। ডিসেম্বরে প্রবাসী আয়সংক্রান্ত তালিকায় পঞ্চম অবস্থানে ছিল যুক্তরাজ্য। ওই মাসে দেশটি থেকে প্রবাসী আয় এসেছিল প্রায় ২৫ কোটি ডলার।

ডিসেম্বরে পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্য জানুয়ারিতে দ্বিতীয় অবস্থানে উঠে আসে। এই মাসে সে দেশ থেকে প্রায় সোয়া ২৭ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। এক মাসের ব্যবধানে যুক্তরাজ্য থেকে প্রবাসী আয় সোয়া ২ কোটি ডলার বা সোয়া ৯ শতাংশের বেশি বেড়েছে। এর বিপরীতে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও সৌদি আরব থেকে প্রবাসী আয় ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। এ কারণে প্রবাসী আয় প্রেরণকারী দেশের তালিকায় শীর্ষ দুই আসন দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

তবে প্রবাসী আয় প্রেরণকারী দেশের তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষস্থানে থাকলেও ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে দেশটি থেকে রেমিট্যান্স আসা কমেছে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছিল সাড়ে ৫৬ কোটি ডলার। জানুয়ারিতে দেশটি থেকে এসেছে প্রায় ৪১ কোটি ডলার। সেই হিসাবে এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা প্রায় ১৫ কোটি ডলার কমেছে। তা সত্ত্বেও দেশটি শীর্ষস্থান ধরে রেখেছে।

যদিও ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে প্রবাসী আয় আসা সার্বিকভাবে কমেছে। ডিসেম্বরে যেখানে ২৬৪ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল, জানুয়ারিতে তা কমে ২১৯ কোটি ডলারে নেমেছে। বিভিন্ন দেশ থেকে প্রবাসী আয় কমে যাওয়ায় সার্বিকভাবে প্রবাসী আয়ের প্রবাহ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের আগস্ট মাসেও দেশে প্রবাসী আয় প্রেরণকারী দেশের তালিকায় শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সেপ্টেম্বরে দেশটিকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র। এর পর থেকে শীর্ষস্থানে রয়েছে দেশটি। সেপ্টেম্বরের পর জানুয়ারিতে এসে আরেকটি বড় পরিবর্তন দেখা যায় তালিকায়। এবারে পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসে যুক্তরাজ্য।

প্রবাসী আয় প্রেরণকারী বড় প্রতিষ্ঠানগুলো এখন সব দেশ থেকে আয় সংগ্রহ করে এরপর তা নির্দিষ্ট একটি দেশ থেকে তা গন্তব্যে (প্রাপক দেশ) পাঠায়। এ কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশ থেকে প্রবাসী আয় আসার পরিমাণ হঠাৎ বেড়ে গেছে। সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রবাসী আয় প্রেরণের ক্ষেত্রেও বিশ্বজুড়ে বড় পরিবর্তন এসেছে। বড় যেসব প্রতিষ্ঠান প্রবাসী আয় প্রেরণের সঙ্গে যুক্ত, সেগুলো এখন সমন্বিত পদ্ধতিতে প্রবাসী আয় সংগ্রহ ও প্রেরণ করে। ফলে এসব প্রতিষ্ঠান যে দেশে নিবন্ধিত সেখান থেকেই প্রবাসী আয় প্রেরণ করছে। ফলে দেশে আসা প্রবাসী আয় ওই দেশের আয় হিসেবে নথিভুক্ত হচ্ছে।

জানতে চাইলে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রবাসী আয় প্রেরণকারী বড় প্রতিষ্ঠানগুলো এখন সব দেশ থেকে আয় সংগ্রহ করে এরপর তা নির্দিষ্ট একটি দেশ থেকে তা গন্তব্যে (প্রাপক দেশ) পাঠায়। এ কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশ থেকে প্রবাসী আয় আসার পরিমাণ হঠাৎ বেড়ে গেছে।

ব্যাংকাররা বলছেন, প্রবাসী আয় প্রেরণকারী আন্তর্জাতিক সংস্থা ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রামসহ বড় প্রতিষ্ঠানগুলো অ্যাগ্রিগেটেড (সমন্বিত) পদ্ধতিতে প্রবাসী আয় সংগ্রহের পর তা প্রেরণ করে। ফলে এসব প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় যে দেশে সে দেশ থেকে প্রবাসী আয় আসা বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্রবাসী আয়ের উৎস দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম নথিপত্রে লিপিবদ্ধ হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, জর্ডান, ইরাক ও লেবানন থেকে মোট প্রবাসী আয় এসেছে ৯৫ কোটি ডলার। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে এসেছে ৬৮ কোটি ডলার। এর বাইরে প্রবাসী আয় আসার বড় উৎসগুলোর মধ্যে রয়েছে ইউরোপের দেশ ইতালি, ফ্রান্স, গ্রিস, পতুর্গালও।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত য় অবস থ ন ড স ম বর র র প রব স পর ম ণ

এছাড়াও পড়ুন:

৫ আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে অবরোধের হুঁশিয়ারি আপ বাংলাদেশের

জুলাই সনদ ও ঘোষণাপত্র জারির দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণজমায়েত থেকে এ ঘোষণা দেওয়া হয়। দাবি পূরণ না হলে ৬ আগস্ট থেকে দেশজুড়ে অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

‘৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবি’ শীর্ষক গণজমায়েতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা আপ বাংলাদেশের নেতা–কর্মীরা। জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পার হলেও জুলাই সনদ ও ঘোষণাপত্র জারি না হওয়াকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তাঁরা।

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আহতদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা দেখেছি, যারা জুলাইয়ের নেতৃত্বে ছিল, জুলাইয়ের পরে তাদের পকেট ভারী হয়েছে। আমি বলতে চাই, আপনাদের এই পকেটের হিসাব দিতে হবে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে আলী আহসান বলেন, ‘আপনারা জুলাই ঘোষণাপত্র দিতে পারবেন কি পারবেন না, তা জানান; না পারলে আমরা আছি। যারা জীবন দিতে প্রস্তুত ছিলাম, বাংলাদেশের (সেই) ২০ কোটি জনগণ জুলাই ঘোষণাপত্র জারি করবে।’

আপ বাংলাদেশের আহ্বায়ক বলেন, ‘৩৬ জুলাইয়ের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না হয়, তাহলে ৬ আগস্ট থেকে দেশজুড়ে অবরোধ শুরু হবে। এ সরকারের কোনো হুমকি আমাদের দমিয়ে রাখতে পারবে না।’

গণজমায়েতে অংশ নিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বলেন, আপ বাংলাদেশের নেতারা এখনো কোনো প্রটোকল ছাড়া রাস্তাঘাটে হাঁটেন। কিন্তু তাঁরা যেদিন প্রটোকল নিতে শুরু করবেন, সেদিন থেকে তাঁদের বিরুদ্ধেও তিনি কথা বলা শুরু করবেন।

জুলাই সনদ ও ঘোষণাপত্র জারির আহ্বান জানিয়ে শরীফ ওসমান বলেন, এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোয় জুলাই শহীদেরা রাষ্ট্রদ্রোহী। তাঁদেরকে আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। আজকের মধ্যে সরকার দিনক্ষণ না জানালে আগামী ৩ তারিখ (আগস্ট) ইনকিলাব মঞ্চের উদ্যোগে কফিন মিছিল নিয়ে সচিবালয় অবরোধ করা হবে।

বিগত এক বছর থেকে একটি দুর্বল সরকার দেশ চালাচ্ছে উল্লেখ করে আপ বাংলাদেশের সদস্যসচিব আরেফিন মোহাম্মদ বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঘোষণাপত্রের জন্য আমাদের আবারও গণজমায়েত করতে হচ্ছে। এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, ‘আমরা যে মৌলিক সংস্কার চেয়েছিলাম, এখনো তার কিছুই হয়নি। এখনো শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত হয়নি। আমি উপদেষ্টাদের উদ্দেশে বলতে চাই, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করুন। আপনাদের কাছে আমাদের চাওয়া–পাওয়া খুব বেশি নেই।’

গণজমায়েতে র‌্যাপ গান পরিবেশন করেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আহনাফ তাহমিদ। স্বাগত বক্তব্য দেন জুলাই শহীদ ওসমান পাটোয়ারীর বাবা আবদুর রহমান। গণজমায়েতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমেদ, মুখপাত্র শাহরিন সুলতানা প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ