ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 9th, March 2025 GMT
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)।
রোববার সকালে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে যান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসময় উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এর আগে ঘটনার দিন (৬ মার্চ) দুপুরে বিষয়টি জানতে পেরে শিশুটির মাকে ফোন দিয়ে খোঁজখবর নেন উপদেষ্টা। এসময় তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন ভুক্তভোগীর পরিবারকে।
গতকাল শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
উপদেষ্টা বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি।
তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
লেফটেন্যান্ট জেনারেল মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: জ হ ঙ গ র আলম চ ধ র স বর ষ ট র উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে ব্যাটরিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ পণ্ড, আটক ৩
চট্টগ্রাম মহানগরীর দেওয়ান হাট এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এসময় সেখান থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজন আটক হন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে ঘটনাটি ঘটে বলে জানান ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম।
পুলিশ জানায়, রাস্তা বন্ধ করে সমাবেশ করার কোনো অনুমতি ছিল না। এ কারণে পুলিশ তাদের সরিয়ে দেয়।
আরো পড়ুন:
মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না: আইজিপি
দুই কিশোরীকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় দম্পতি গ্রেপ্তার
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’ ৭ দফা দাবি আদায়ে নগরীর দেওয়ান হাট এলাকায় সমাবেশ আয়োজন করে। পূর্বানুমতি না থাকায় পুলিশ সমাবেশ করতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করার চেষ্টা করেন পরিষদের সদস্যরা। এসময় পুলিশ তিনজনকে আটক করে।
ওসি কাজী রফিকুল ইসলাম বলেন, “অনুমতি ছাড়াই ব্যাটারি রিকশা শ্রমিকদের ব্যানারে সমাবেশ করার চেষ্টা করা হয়েছিল। রাস্তা বন্ধ করে এই সমাবেশ করার কোনো অনুমতি ছিল না। ফলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের কাজে বাধা দিয়ে সমাবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।”
তিনি আরো বলেন, “আটককৃতদের মধ্যে হালিশহর থানায় হওয়া একটি মামলার আসামিও আছেন। তার নাম জয়। তিনি ওই সংগঠনের আহ্বায়ক। বাকিদের বিরুদ্ধে মামলা আছে কি-না তা যাচাই বাছাই করা হচ্ছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ