নিখোঁজ যুবকের মরদেহ ৭ দিন পর মিলল পাহাড়ে
Published: 9th, March 2025 GMT
কক্সবাজারের টেকনাফ থেকে সাতদিন আগে নিখোঁজ হওয়া মোহাম্মদ রিদুয়ান (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবার জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রিদুয়ানকে অপহরণ করে হত্যা করেছে।
রবিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা সংলগ্ন পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার হয়।
আরো পড়ুন:
ট্যাপ থেকে বের হচ্ছিল রক্তযুক্ত পানি, ট্যাংকে পাওয়া গেল লাশ
ঘরে বৌ-শ্যালিকার লাশ, যুবক লাপাত্তা
নিহতের ভাই ফিরোজ মিয়া বলেন, “একই এলাকার ছৈয়দ হোসেনের পরিবারের সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। গত ২ মার্চ ভাইকে প্রতিপক্ষের লোকজন তুলে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি।”
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “মারা যাওয়া রিদুয়ান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ডাকাতি ও অপহরণসহ ৯টির বেশি মামলা রয়েছে।”
তিনি আরো বলেন, “দুপুরে স্থানীয় এক রাখাল পাহাড়ে গরু চরাতে গিয়ে দুর্গন্ধ পেয়ে মরদেহের সন্ধান পান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/তারেকুর/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র মরদ হ
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই