নিখোঁজ যুবকের মরদেহ ৭ দিন পর মিলল পাহাড়ে
Published: 9th, March 2025 GMT
কক্সবাজারের টেকনাফ থেকে সাতদিন আগে নিখোঁজ হওয়া মোহাম্মদ রিদুয়ান (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।  
নিহতের পরিবার জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রিদুয়ানকে অপহরণ করে হত্যা করেছে।
রবিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা সংলগ্ন পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার হয়।
আরো পড়ুন:
ট্যাপ থেকে বের হচ্ছিল রক্তযুক্ত পানি, ট্যাংকে পাওয়া গেল লাশ
ঘরে বৌ-শ্যালিকার লাশ, যুবক লাপাত্তা
নিহতের ভাই ফিরোজ মিয়া বলেন, “একই এলাকার ছৈয়দ হোসেনের পরিবারের সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। গত ২ মার্চ ভাইকে প্রতিপক্ষের লোকজন তুলে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি।”
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “মারা যাওয়া রিদুয়ান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ডাকাতি ও অপহরণসহ ৯টির বেশি মামলা রয়েছে।”
তিনি আরো বলেন, “দুপুরে স্থানীয় এক রাখাল পাহাড়ে গরু চরাতে গিয়ে দুর্গন্ধ পেয়ে মরদেহের সন্ধান পান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/তারেকুর/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র মরদ হ
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ
ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের
সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।
বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
ঢাকা/শাহীন/মাসুদ