৭৫ বছর বয়সী গাভাস্কারের শিশুর মতো নাচ ও রোহিতের ‘দ্বিতীয় গুরুদক্ষিণা’
Published: 10th, March 2025 GMT
ঘটনাটা গত ডিসেম্বর–জানুয়ারিতে বোর্ডার–গাভাস্কার সিরিজে। ঋষভ পন্ত বাজে শট খেলে আউট হওয়ার পর চরম সমালোচনা করেছিলেন সুনীল গাভাস্কার। সেই সমালোচনায় ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসাও টের পাওয়া গিয়েছিল। পরে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি তাঁর কাছে ক্রিকেটের প্রতি আবেগ সম্পর্কে জানতে চেয়েছিল। গাভাস্কার বলেছিলেন, ‘সত্যি বলতে এই খেলাটা আমাকে তৈরি করেছে। ভারতীয় ক্রিকেট আমাকে তৈরি করেছে।’
আরও পড়ুনফাইনালের মঞ্চে পিসিবির কাউকে না দেখে অবাক শোয়েব, আসলে যা ঘটেছে ৩৪ মিনিট আগেটেস্টে প্রথম ১০ হাজারি ক্লাবের দেখা পাওয়া গাভাস্কার ক্রিকেটের কত বড় কিংবদন্তি তা সবারই জানা। বর্তমান ভারতীয় দলের সবার চোখেও তিনি শ্রদ্ধার পাত্র। রোহিত–কোহলিরা কাল রাতে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর এই শ্রদ্ধার পাত্রকে শিশুর মতো আনন্দ নিয়ে নাচতে দেখেছেন, ৭৫ বছর বয়সী মানুষটি ভুলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটে নিজের ওজন। বরং মনটাকে শিশুর মতো হালকা করে নেচে নেন দু–কদম!
গাভাস্কারের নাচের দৃশ্য ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। টিভি চ্যানেল স্টার স্পোর্টস তাঁর নাচের সেই ভিডিও এক্সে পোস্ট করে ক্যাপশনও দিয়েছে যথার্থ। বলিউডের ‘ইশকিয়া’ সিনেমার গানের লাইন, ‘দিল তো বাচ্চা হ্যায় জি।’
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ভারত। পুরস্কার বিতরণী মঞ্চে রোহিত–কোহলিরা যখন সাদা ব্লেজার পরে শিরোপা বুঝে নেন, গাভাস্কার তখন সেখান থেকে একটু দূরে দাঁড়িয়ে। চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য প্যানেলের অংশ গাভাস্কারের সঙ্গে ছিলেন মায়ান্তি ল্যাঙ্গার এবং ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা। রোহিতরা শিরোপা বুঝে নেওয়ার সময় হাত–পা ছুড়ে শিশুর মতো নাচ শুরু করেন ’৮৩ বিশ্বকাপজয়ী কিংবদন্তি।
ক্যামেরায় গাভাস্কারের নাচ ভালোভাবে ধরতে সামনে থেকে সরে দাঁড়ান মায়ান্তি। উথাপ্পা তখন হেসেই কুটিকুটি। একটি উইলোখণ্ড দিয়ে ভারতীয় ক্রিকেটকে যিনি এত দিয়েছেন, পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণে তাঁর প্রতি সবার শ্রদ্ধা বাড়িয়েছেন, সেই মানুষটির ভেতর থেকে যখন শিশুসুলভ কোনো ভক্ত বেরিয়ে আসে, সেই দৃশ্য অবশ্যই ফ্রেমে গেঁথে রাখার মতোই।
আরও পড়ুনশামির মায়ের পা ছুঁয়ে পৃথিবীকে চ্যালেঞ্জ কোহলির২ ঘণ্টা আগেস্টার স্পোর্টসের সঞ্চালক যতীন সাপরু তখন বলেন, ‘গাভাস্কারকে থামাবে কে?’ পাশ থেকে ভারতের সাবেক স্পিনার হরভজন সিং বলেন, ‘তাঁকে থামানো উচিত নয়। মুহূর্তটা সুন্দর। মজা লাগছে দেখে। তিনি একজন কিংবদন্তি এবং শ্রদ্ধার পাত্র। তাঁর জন্যই আমরা খেলা শুরু করেছি, সৌভাগ্যবান হিসেবে ট্রফিগুলো জিততে পেরেছি। আর আজ (কাল) তাঁর মধ্যে সেই একই অনুভূতি ফিরে এসেছে।’
গাভাস্কার পরে রোহিতের দলকে সাদা বলে এই গ্রহের সেরা দলও বলেছেন ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে, ‘যে দল তিনটি ফাইনাল খেলেছে, ৫০ ওভারের বিশ্বকাপে রানার্সআপ, টি–টোয়েন্টি বিশ্বকাপ জয় ও এবার চ্যাম্পিয়নস ট্রফি জয়—কোনো সন্দেহ ছাড়াই সাদা বলে তাদের অবশ্যই এই গ্রহের সেরা দল বলতে হবে।’
রোহিতের নেতৃত্বে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হয় ভারত। এরপর গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ ও এবার চ্যাম্পিয়নস ট্রফি জিতল তাঁর অধিনায়কত্বেই। রোহিতের শৈশবের কোচ দিনেশ লাদ মনে করেন, চ্যাম্পিয়নস ট্রফি জিতে রোহিত তাঁকে দ্বিতীয় গুরুদক্ষিণা দিয়েছেন।
ভারতের বার্তা সংস্থা এএনআইকে দিনেশ বলেছেন, ‘কিছু বলার ভাষা নেই। সকাল থেকে বিভিন্ন নিউজ চ্যানেলে সাক্ষাৎকারে বলেছি, আমরা জিতব। রোহিতও যাওয়ার আগে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের কথা বলে গেছে। সে আমাকে দ্বিতীয় গুরুদক্ষিণা দিয়েছে।’
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিবেচনায় নিলে দুই বছরের মধ্যে টানা চারটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে দলকে আইসিসির বড় চারটি ইভেন্টের ফাইনালে তোলার কীর্তি গড়লেন রোহিত। এর মধ্যে টি–টোয়েন্টি বিশ্বকাপ তাঁর শৈশবের কোচের জন্য সম্ভবত প্রথম গুরুদক্ষিণা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফেসবুকে বিদ্বেষপূর্ণ মন্তব্য না করার নির্দেশনা সিলেট জেলা বিএনপির
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য কিংবা তথ্য শেয়ার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা বিএনপি। দলের কেউ এ নির্দেশনা লঙ্ঘন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
গতকাল রোববার রাতে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম।
এদিকে দলের একজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ও শিষ্টাচার–বহিভূর্ত মন্তব্য করায় গতকাল রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমানকে (আছকির) সাময়িক বহিষ্কারের পাশাপাশি সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছে জেলা বিএনপি। এ ছাড়া অনলাইন গণমাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দেওয়ার জন্য জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলামকে (ফারুক) সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সিলেট জেলা বিএনপির আওতাধীন কিছু ইউনিটের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রমে অনভিপ্রেত ও পরস্পরবিরোধী বক্তব্য পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে বিশ্বনাথ উপজেলা, বিশ্বনাথ পৌরসভা ও ওসমানীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য, কটূক্তি ও বিভাজন সৃষ্টিকারী পোস্ট প্রচারিত হয়েছে। যা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী।
বিএনপি সব সময় সংগঠনের ঐক্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি বিশ্বাস করে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, দলের কোনো পর্যায়ের নেতা বা কর্মীর কাছ থেকে বিভেদমূলক আচরণ, বিদ্বেষ ছড়ানো বা প্রকাশ্যে অপপ্রচার কখনোই কাম্য নয়। অতএব জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতা-কর্মীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে, যেন ভবিষ্যতে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য বা শেয়ার থেকে সম্পূর্ণ বিরত থাকেন।
যোগাযোগ করলে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, সম্প্রতি ফেসবুকে কিছু নেতা-কর্মীকে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা গেছে। এ অবস্থায় জেলা বিএনপি একটি নির্দেশনা দিয়েছে। তা অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।