রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে তৃতীয়বারের মতো মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দেওয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।

কুরআন উপহার কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান বলেন, “আমরা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ কুরআন বিতরণ কর্মসূচি আয়োজন করেছি। গত ২ বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দিয়ে আসছি। এরই ধারাবাহিকতা বজায় রেখে এবার তৃতীয়বারের মতো এই কর্মসূচি বাস্তবায়ন করছি।”

তিনি বলেন, “আমরা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মাধ্যমে ফান্ড সংগ্রহ করি এবং অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আহ্বান করি। এ আহ্বানে সাড়া দিয়ে যেসব শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে।”

ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, “একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কুরআন উপহার পেয়ে খুব ভালো লাগছে। এর জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়েছিল, এরপর নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে উপহার দেওয়া হয়েছে। কুরআন উপহার দিয়ে আমাকে কুরআন পড়ার সুযোগ করে দেওয়ার জন্য সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ। আশা করি, ভবিষ্যতেও তারা এ ধরনের ভালো উদ্যোগ গ্রহণ করবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপহ র দ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ