সর্বোচ্চ ১০ লাখ বেতন তাসকিনের, ১০ হাজার বেড়ে শান্তর ৮ লাখ
Published: 10th, March 2025 GMT
বেতন কাঠামো সহ ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এ+ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ পাবেন মাসিক সর্বোচ্চ ১০ লাখ টাকা।
আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ মেহেদী হাসান মিরাজ লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম এ ক্যাটাগরি থেকে মাসিক বেতন পাবেন ৮ লাখ টাকা করে। এই চার জনের মধ্যে একমাত্র মুশফিক শুধু টেস্ট সংস্করণে আছেন।
২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে শান্ত তিন সংস্করণে এ+ ক্যাটাগরিতে ছিলেন শান্ত। এবার ক্যাটাগরি এক ধাপ নিচে নামলেও বেতন বেড়েছে ১০ হাজার। তিন সংস্করণ মিলিয়ে শান্তর বেতন ৭ লাখ ৯০ হাজার ছিল।
আরো পড়ুন:
ইনানীতে সেনাপ্রধান
প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন সুস্থ জাতি গঠনে সহায়তা করবে
ডিপিএল: প্রথম দিন মাঠে নামবে আবাহনী-মোহামেডান
সোমবার (১০ মার্চ) এক বিবৃতি দিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। ২০২৫ সালের জন্য ২২ ক্রিকেটারকে চুক্তিতে রেখেছে বোর্ড। শেষ মুহুর্তে নাম প্রত্যাহার করায় চুক্তিতে নেই মাহমুদউল্লাহ রিয়াদ।
বি ক্যাটাগরিতে থাকা মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা পাবেন মাসিক ৬ লাখ টাকা করে। একই ক্যাটাগরি থেকে মার্চ পর্যন্ত বেতন পাবেন মুশফিক ও মাহমুদউল্লাহ।
সি ক্যাটাগরি থেকে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজীদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজীম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান পাবেন ৪ লাখ টাকা করে।
আর সবশেষ ডি ক্যাটাগরি থেকে নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ পাবেন ২ লাখ টাকা করে।
ঢাকা/রিয়াদ/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫