হারজিত ছাপিয়ে সান্তিয়াগো বার্নাব্যুর সেই ম্যাচটা অনেক দিন মনে থাকবে অসাধারণ তিনটি গোলের জন্য। এর মধ্যে রদ্রিগো আর হুলিয়ান আলভারেজের করা গোল দুটি তো যেন ছিল শিল্পীর তুলিতে আঁকা।

তবে ফুটবল ম্যাচে শেষ পর্যন্ত ফলটাই মুখ্য এবং গত সপ্তাহে সেই মাদ্রিদ ডার্বির ফল নির্ধারিত হয়েছিল ব্রাহিম দিয়াজের দুর্দান্ত এক গোলে। ২-১ ব্যবধানে ম্যাচটা জিতে যাওয়া রিয়াল মাদ্রিদ আজ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি লেগ খেলবে আতলেতিকোর মাঠে।

খেলাটা প্রতিপক্ষের মাঠে বলেই রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানেন, মাত্র ১ গোলে এগিয়ে থাকাটা সেখানে বড় কোনো সুবিধা নয়। যে কারণে প্রথম লেগ শেষেই তিনি বলেছিলেন, ‘এই ম্যাচ এখনো সমতায়। মনে রাখতে হবে দলটা আতলেতিকো, ওদের বিপক্ষে ১ গোলে এগিয়ে থাকায় আপনি খেলা শেষ ধরে নিতে পারেন না।’

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে আতলেতিকোর পরিসংখ্যান—৩ ম্যাচ, ২ জয়, ১ ড্র। এটা জানা আছে বলেই বোধ হয় গত সপ্তাহে বার্নাব্যুতে রিয়ালের জয়ের নায়ক ব্রাহিম দিয়াজও বলেছেন, ‘কোনোভাবেই এই লড়াই শেষ হয়ে যায়নি।’

১ গোলে পিছিয়ে থাকাটাকে খুব বড় কিছু মনে করছেন না আতলেতিকোর কোচ ডিয়েগো সিমিওনেও। বরং নিজেদের মেত্রোপলিতানোতে খেলতে নামলেই অন্তত মানসিকভাবে এই ব্যবধান ঘুচে যাবে বলে মনে করেন সিমিওনে, ‘সমর্থকেরা সব সময় একটা বাড়তি শক্তি দেয় আমাদের।’ আর আতলেতিকো মিডফিল্ডার মার্কোস ইওরেন্তে তো একরকম হুমকিই দিয়ে রাখলেন প্রতিপক্ষকে, ‘নিজেদের মাঠে, আমাদের সমর্থকদের সামনে অন্তত ৯০ মিনিট খেলব আমরা। সেই অপেক্ষাতেই আছি।’

একই রাতে হতে যাওয়া লিল-ডর্টমুন্ড ম্যাচ অবশ্য আক্ষরিক অর্থেই সমতায়। ডর্টমুন্ডের মাঠে গত সপ্তাহে ১-১ ড্র করেছিল লিল। অন্যদিকে ব্রুগার মাঠ থেকে ৩-১ গোলে জিতে আসা অ্যাস্টন ভিলা আজ নিজেদের মাঠে খেলবে বেশ নির্ভার থেকে।

তবে সবচেয়ে নির্ভার আসলে আর্সেনাল। পিএসভির মাঠ থেকে ৭-১ গোলে জিতে আসা মিকেল আরতেতার দল আজ নিজের মাঠে স্রেফ দাঁড়িয়ে থাকলেই হয়তো কোয়ার্টার ফাইনালে চলে যাবে।

চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে প্রতিপক্ষের মাঠে কখনো দুই গোলের বেশি ব্যবধান ঘুচিয়ে পরের রাউন্ডে যেতে পারেনি কোনো দল, পিএসভিকে আজ ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে হলেও অন্তত ছয় গোল করতে হবে!

এমন কখনো হয়নি, আজও হবে না, এটা নিশ্চিন্তে বলে দেওয়া যায়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আতল ত ক র

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ