ইলন মাস্ককে ফ্যাসিস্ট বললেন মার্কিন অভিনেত্রী
Published: 13th, March 2025 GMT
ভুয়া খবর ছড়াচ্ছেন ইলন মাস্ক! সরাসরি তাঁর বিরুদ্ধে আঙুল তুললেন মার্কিন অভিনেত্রী আইয়ো এডেবরি। অভিনেত্রীর দাবি, এক্স হ্যান্ডলে ভুয়া তথ্য ছড়িয়ে তাঁর জীবনে বড় বিপর্যয় ডেকে এনেছেন এক্সের কর্ণধার মাস্ক। এমনকি তাঁকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের
এক্স হ্যান্ডলে এক দক্ষিণপন্থী সংগঠনের পক্ষ থেকে অসমর্থিত সূত্রের খবর শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয়, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে নতুন করে আসতে চলেছেন অভিনেত্রী আইয়ো এডেবরি। শুধু তা-ই নয়, জনি ডেপের পরিবর্তে তাঁকে নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়। ইলন মাস্ক এই বার্তা শেয়ার করেন নিজের হ্যান্ডলে। অবমাননাকর মতও প্রকাশ করেন তিনি। এর পরই বিতর্কের সূত্রপাত।
আইয়ো নিজেও মাস্কের এক্স-বার্তা শেয়ার করেন। সরাসরি মাস্ককে ‘মূর্খ’ ও ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দেন।
‘দ্য বিয়ার’–এ আইয়ো এডেবরি। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ