কারও ঘরে প্রবেশে অনুমতি নেওয়া ইসলামের বিধান
Published: 15th, March 2025 GMT
আজ খতমে তারাবিহতে পবিত্র কোরআনের ১৮তম পারা তিলাওয়াত করা হবে। সুরা মুমিনুন, সুরা নুর ও সুরা ফুরকানের ১ থেকে ২০ নম্বর আয়াত পড়া হবে। এই অংশে আসমান-জমিন সৃষ্টি, আল্লাহর ভয়, দ্বীনের মূলনীতি, মুমিনের গুণ, খাঁটি ইমান, ব্যভিচার, ব্যভিচারের অপবাদ, অপপ্রচারের শাস্তি, দৃষ্টির হেফাজত, ঘরে প্রবেশের অনুমতি, বিধবাদের বিয়ের ব্যবস্থা, কিয়ামতের ভয়াবহতা, হিসাবের পাল্লা, ক্ষমা প্রার্থনা, পর্দা, বৃদ্ধা নারীর পর্দা, দাস-দাসীদের ব্যাপারে নির্দেশনা, সমাজজীবনে শিষ্টাচার, কোরআনের শ্রেষ্ঠত্ব ও নবী-রাসুলেরা মানুষ ইত্যাদি বিষয়ের আলোচনা রয়েছে।
সুরা মুমিনুনে মুমিনদের আলোচনা
কোরআনের ২৩তম সুরা মুমিনুন মক্কায় অবতীর্ণ। এ সুরার আয়াতের সংখ্যা ১১৮। এ সুরায় মুমিন বান্দাদের সম্পর্কে আলোচনা রয়েছে। তাই এর নাম রাখা হয়েছে সুরা মুমিনুন।
সফল মুমিনের সাত বৈশিষ্ট্য
মুমিনদের সাতটি গুণের কথা বলা হয়েছে সুরা মুমিনের ২ থেকে ৯ নম্বর আয়াতে। ১.
কল্যাণকামী ও অগ্রগামীদের চার গুণ
সুরা মুমিনুনের ৫৮ থেকে ৫৯ নম্বর আয়াতে আল্লাহর কাছ থেকে দ্রুত কল্যাণ অর্জনকারী ও তাতে অগ্রগামী মানুষের চারটি গুণের কথা বলা হয়েছে। ১. তাঁরা আল্লাহর শাস্তির ভয় করেন। ২. আল্লাহর কথার ওপর বিশ্বাস রাখেন। ৩. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেন না। ৪. আল্লাহর কাছে নেক আমল কবুল হচ্ছে কি না, এ ভয়ে থাকেন।
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা
কিয়ামতের দিন বিশ্বাসীদের আমলের পাল্লা ভারী হবে। আল্লাহ তাঁদের প্রতি খুশি হবেন। অবিশ্বাসী পড়বেন মহাবিপদে। তাঁদের আমলের পাল্লা হবে হালকা। সেদিন জাগতিক কোনো সম্পর্ক কাজে আসবে না। মানুষ একা হয়ে যাবে। আল্লাহর কাছে নিজের কাজকর্ম নিয়ে একা দাঁড়াতে হবে। সুরা মুমিনের শেষ আয়াতে আল্লাহ এসব বিষয়ের বর্ণনা দিয়ে মানুষকে তাঁর কাছে ক্ষমা প্রার্থনার শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, ‘বলুন (নবী), হে আমার পালনকর্তা, ক্ষমা করুন এবং রহম করুন। রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী।’
আরও পড়ুনআল্লাহর নিদর্শন উট হত্যা করেছিল সামুদ জাতি২১ মার্চ ২০২৪সুরা নুরে জীবনে পথচলার কথা
কোরআনের ২৪তম সুরা নুর মদিনায় অবতীর্ণ। এর আয়াতের সংখ্যা ৬৪। এ সুরায় ‘নুর’ শব্দটি থাকায় এর নামকরণ করা হয়েছে সুরা নুর। এ সুরায় নারী, নারীর পবিত্রতা রক্ষা ও পর্দা সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। আলোচনা রয়েছে মানুষের সামষ্টিক জীবনের সহজ পথচলার কথা।
আয়েশা (রা.)-এর জন্য ১০ আয়াত
রাসুলুল্লাহ (সা.) যুদ্ধে স্ত্রীদের নিয়ে যেতেন। সব স্ত্রীই তাঁর সঙ্গে যুদ্ধে যেতে আকাঙ্ক্ষী ছিলেন। ফলে তিনি লটারি দিতেন।
বনি মুসতালিকের যুদ্ধে আয়েশা (রা.) গেলেন। যুদ্ধে বিজয়ী হয়ে রাসুলুল্লাহ (সা.) মদিনায় ফিরছিলেন। ফেরার পথে যাত্রাবিরতিতে আয়েশা (রা.) প্রকৃতির ডাকে সাড়া দিতে হাওদা থেকে বের হলেন। ব্যাপারটি কারও চোখে পড়েনি। তাঁকে ছাড়াই কাফেলা এগিয়ে যায়। তাঁর ওজন কম থাকায় হাওদা বহনকারীদের মনে হয়নি যে তিনি হাওদায় নেই। আয়েশা (রা.) ফিরে এসে কাউকে পেলেন না। সেখানেই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। ফেলে যাওয়া আসবাব কুড়িয়ে নেওয়ার দায়িত্বে থাকা সাহাবি সাফওয়ান বিন মুআত্তাল (রা)-এর সঙ্গে আয়েশা (রা.) ফিরলেন।
মুনাফিকেরা আয়েশা (রা.)-এর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দিল। নবীজি (সা.) কষ্ট পেলেন। স্ত্রীকে রেখে এলেন শ্বশুর আবু বকর (রা.)-এর ঘরে।
আরও পড়ুনগাভির গল্প১৭ মার্চ ২০২৪একদিকে অপবাদের বোঝা ,অন্যদিকে প্রিয় নবীর সান্নিধ্য বঞ্চিত আয়েশার অন্তর চৌচির হয়ে যায়। তিনি আল্লাহর কাছে কেঁদে চলছেন। পথ চেয়েছেন আল্লাহর ফায়সালার প্রতি। দীর্ঘ এক মাস পর আল্লাহ তাআলা আয়েশা (রা.)-এর পবিত্রতা ঘোষণা করে সুরা নুরে ১০টি আয়াত নাজিল করেন।
গোপনীয়তায় সুরক্ষিত
কারও ঘরে প্রবেশে অনুমতি নেওয়া ইসলামের মৌলিক বিধান। সেটা স্ত্রী, মা-বাবা, সন্তান ও বন্ধুবান্ধবের ক্ষেত্রেও। ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতি নিতে হবে এবং সালাম দিতে হবে। অপ্রাপ্তবয়স্করা বিশেষ তিন সময়ে অনুমতি নেবে: ১. ফজর নামাজের আগে। ২. দুপুরে ঘুমানোর সময়। ৩. এশার নামাজের পর। মানুষ তখন নিজের মতো আরাম করেন।
সুরা ফুরকানের বিষয়বস্তু
মক্কায় অবতীর্ণ সুরা ফুরকানের আয়াতের সংখ্যা ৭৭টি। এটি কোরআনের ২৫তম সুরা। ফুরকান অর্থ আলাদা করা, পৃথক করা। এ সুরায় সত্য-মিথ্যার মধ্যে পার্থক্যের ব্যাপার আলোচনা হওয়ায় এর নাম রাখা হয়েছে সুরা ফুরকান।
এ সুরার শুরুতে কোরআনের আলোচনা রয়েছে। অবিশ্বাসীরা কোরআনের আয়াত মিথ্যা সাব্যস্ত করেছিল। নানান কথা বলেছিল। আল্লাহ এসবের জবাব দিয়েছেন। মুহাম্মদ (সা.)-কে নিয়েও তারা বিভিন্ন কথা বলত। সেসবের জবাব আছে তারাবিহর এই অংশে।
রায়হান রাশেদ: আলেম ও লেখক
আরও পড়ুনহাতির গল্প১৬ মার্চ ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক রআন র আল ল হ র আয় ত প রব শ
এছাড়াও পড়ুন:
গানের ভুবনে লিজার অন্তহীন পথচলা
শীর্ষ তারকা হওয়ার দৌড়ে কখনও অংশ নিতে দেখা যায়নি তাঁকে। যদিও ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা শিল্পীর মুকুট মাথায় উঠেছিল, তবু ধীরলয়ে পথ হেঁটে গেছেন। নিজের কাজে অতিমাত্রার উচ্ছ্বাসও দেখাননি কখনও। নীরবে নিভৃতে কাজ করে গেছেন সবসময়। গানে গানে কুড়িয়ে চলেছেন শ্রোতার ভালোবাসা। এ কারণে সমসাময়িকদের চেয়ে আলাদা করে তাঁকে চিনে নেওয়া যায়। বলছি, কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজার কথা। গানের ভুবনে অন্তহীন পথচলায় যিনি এরই মধ্যে পেরিয়ে এসেছেন প্রায় দেড় যুগের পথ। সমান জনপ্রিয়তা নিয়ে এ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার রহস্যটা কী? শুরুতে যখন এ প্রশ্ন লিজার সামনে তুলে আনা হলো, তখন দেখা গেল, লিজা নিজেই এর উত্তর খুঁজতে বসে গেছেন। এ পর্যায়ে হেসে বললেন, ‘না, এর উত্তর সত্যি জানা নেই। আসলে আমি তো গান গাই শ্রোতার প্রত্যাশা পূরণ আর ভালোবাসা কুড়ানোর জন্য। হ্যাঁ, শিল্পীসত্তাকে খুশি রাখতে গানের চর্চা ধরে রেখেছি বললে ভুল হবে না। তারপরও প্রতিটি আয়োজনে শ্রোতার ভালোলাগা, মন্দলাগাকে প্রাধান্য দিয়েছি। এতে করে কতটুকু জনপ্রিয়তা পেয়েছি। সেই জনপ্রিয়তা শুরু থেকে একই রকম আছে কিনা– সেটি তো শ্রোতারা ভালো বলতে পারবেন।’ লিজার এ কথা থেকে বোঝা যায়, যাদের কারণে শিল্পীজীবন বেছে নেওয়া, সেই শ্রোতা তাঁর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন। সেখানে তাঁর গানগুলো ছিল চালিকাশক্তি। তবে ১৭ বছরের সংগীতের এ পথচলায় লিজার কণ্ঠে মেলোডি গান বেশি শুনতে পাওয়া গেছে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এই দেড় যুগে নানা ধরনের গান গেয়েছি, তবু কেন জানি শ্রোতারা আমাকে মেলোডি গানের শিল্পীদের দলে রেখে দিয়েছেন। অস্বীকার করব না যে, আমার কণ্ঠে যে ধরনের গান ভক্তরা বেশি শুনতে চান, সে ধরনের গান বেশি গাই। এটিও ঠিক যে, মেলো কিংবা স্যাড-রোমান্টিক গানের প্রতি শ্রোতার ভালোলাগা সবসময় ছিল। এখনও অনেকে মেলোডি ছাড়া গানের কথা ভাবতে পারেন না। এজন্য নিরীক্ষাধর্মী কাজ করলেও আমি চাই না মেলোডি থেকে কখনও দূরে সরে থাকতে। তাই মেলোডি গান যেমন গাইছি, তেমনি গানের নিরীক্ষাও চালিয়ে যাচ্ছি।’ লিজার এ কথা যে মিথ্যা নয়, তা সর্বশেষ প্রকাশিত গানগুলোর শুনলে প্রমাণ মেলে। ক’দিন আগে বিটিভির ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান তারকা মুহিনের সঙ্গে গাওয়া ‘তোমার নামে’ গানে যে লিজাকে শ্রোতা আবিষ্কার করবেন, তার সঙ্গে মেলানো কঠিন হবে সামজ ও রিজানের সঙ্গে ‘তিতা কথা’ গানের লিজাকে। আরেকটু পেছন ফিরে তাকালে দেখা যাবে, ‘খুব প্রিয় আমার’, ‘তুমি এলে’, ‘পূর্ণিমা চাঁদ’ গানগুলোয় লিজা অতীতের গায়কীকে ছাপিয়ে কীভাবে আরও নতুন হয়ে নিজ কণ্ঠ তুলে এনেছেন।
মাঝে কিংবদন্তি শিল্পীদের বেশ কিছু কালজয়ী গানের রিমেকে কণ্ঠ দিয়েও প্রশংসা কুড়িয়েছেন সংগীতবোদ্ধাদের। স্টেজ শো, রেডিও, টিভির আয়োজন থেমে শুরু করে সিনেমার প্লেব্যাক শিল্পী হিসেবে প্রমাণ দিয়েছেন, তিনি অন্যদের চেয়ে কোনোভাবে পিছিয়ে নন। এককথায়, বহমান সময়টিকে সুরেলা করে রেখেছেন অনিন্দ্য কণ্ঠ জাদুতে।
আগামীতেও লিজার কণ্ঠ বাতাসে ভেসে বেড়াবে– এ অনুমান করা যায়।